ad
ad

Breaking News

North 24 Parganas

বাদুড়িয়ায় সড়ক দুর্ঘটনা, তেতুলিয়া ব্রিজে বাইক চালকের মৃত্যু

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি সবজি বোঝাই গাড়ি ব্রিজ পার করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সঙ্গে সোজাসুজি ধাক্কা মারে।

baduria-tetulia-bridge-bike-accident-death

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: মন্টু সাহাজী, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার দুপুরে চারচাকা মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর দিক থেকে মোটরবাইকে করে তেতুলিয়া অভিমুখে যাচ্ছিলেন দুই আরোহী।    

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি সবজি বোঝাই গাড়ি ব্রিজ পার করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সঙ্গে সোজাসুজি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালকের। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ ও স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা। আহতকে উদ্ধার করে রুর্দ্দুরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।মৃতের নাম ওমর ফারুক (বয়স আনুমানিক ৩০), বাড়ি রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া।পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে এবং চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ ছিল ওই সড়কে যান চলাচল, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।