ad
ad

Breaking News

ইসলামপুর

লাগাতার বর্ষণে বাঁধছে বিপত্তি! রাস্তার বেহাল দশা দেখে সংস্কারে উদ্যোগী রাজ্য সরকার

Bangla Jago Desk:  লাগাতার বর্ষণে বাঁধছে বিপত্তি। মসৃণ গতিপথে  তৈরি হচ্ছে বাঁধা। রাজ্য সরকার রাস্তার বেহাল দশা দেখে সংস্কারে উদ্যোগী হয়েছে।। কিন্তু কেন্দ্রীয় সরকার জাতীয় সড়কের প্রতি নজর না দেওয়ায় বাংলার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।পথচারীদের অভিযোগ,রাজ্যের সড়কের টাকা আটকে দিয়ে কেন্দ্র দ্বিচারিতা করছে আর অন্যদিকে জাতীয় সড়ক সারাই না করে কর্তব্য পালন করছে না। যার […]

Bangla Jago Desk:  লাগাতার বর্ষণে বাঁধছে বিপত্তি। মসৃণ গতিপথে  তৈরি হচ্ছে বাঁধা। রাজ্য সরকার রাস্তার বেহাল দশা দেখে সংস্কারে উদ্যোগী হয়েছে।। কিন্তু কেন্দ্রীয় সরকার জাতীয় সড়কের প্রতি নজর না দেওয়ায় বাংলার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।পথচারীদের অভিযোগ,রাজ্যের সড়কের টাকা আটকে দিয়ে কেন্দ্র দ্বিচারিতা করছে আর অন্যদিকে জাতীয় সড়ক সারাই না করে কর্তব্য পালন করছে না।

যার জন্য উত্তরবঙ্গের মানুষগুলোকে ভোগান্তির যাত্রাতেই চলাচল করতে হচ্ছে।মাসের পর মাস ৩১নম্বর জাতীয় সড়ক বেহাল।ইসলামপুরের পূর্ণিয়া মোড় থেকে সোনাপুর পর্যন্ত  প্রায় ৮০ কিমি রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে।বর্ষার মাঝে যানচলাচল রীতিমতো চ্যালেঞ্জের হয়ে পড়েছে।পিচের চাদর উঠে ছোটবড় অজস্র গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। প্রায়ই ছোটখাট দুর্ঘটনাও ঘটছে।

প্রান হানিও হয়েছে অনেকের। যানবাহনের চালক থেকে সাধারণ মানুষ জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ। তাদের দাবি, বেহাল সড়ক দ্রুত মেরামত করা হোক।মহকুমা শাসক,সড়কের হাল ফেরানোর জন্য কেন্দ্রীয় সংস্থার কাছে প্রস্তাব দেবেন বলে জানান।পুজোর আগেই জাতীয় সড়ককে ঢেলে সাজানো হোক চাইছেন সর্বস্তরের মানুষ।

Free Access