চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অন্য ব্যক্তির জমি নিজের নামে বিক্রির অভিযোগে গ্রেফতার হুগলির কোটালপুরের এক বাসিন্দা। ৪০ বছর আগেই এক ব্যক্তি মারা যান, তার জমি বিক্রি করা হচ্ছে তারই পারিবারের কাউকে না জানিয়ে। অন্তত এমনই অভিযোগ উঠল কোটালপুরের ওই বাসিন্দা আব্বাস আলি নায়েকের বিরুদ্ধে। পুলিশের তরফে ওই ব্যক্তিকে গতকাল আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, মৃতের নাম গোলাম মোর্তাজা, হুগলির মহেশ্বরপুর হাইরোডের কাছে দুটি দাগ নম্বরে ২১ শতক জমি রয়েছে তার। তার পুত্র রফিকুল ইসলাম জানিয়েছেন, তাদের না জানিয়েই পরিকল্পনা করে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। জমি বিক্রি হয়েও যেত। কিন্তু তিনি দেখতে পান তাদের জমিতে কারা যেন দাঁড়িয়ে রয়েছে। তা দেখতে পেয়ে তিনি জানতে চান, তখনই জানতে পারেন তাদের জমি বিক্রির চেষ্টা করা হচ্ছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, গোলামের আধার কার্ড জাল করে এই কাজ করে সে। গোলামের আধার কার্ডে ছবি আব্বাস আলি নায়েকের। এই ঘটনায় দাদপুর থানার পুলিশ গ্রেফতার করে আব্বাসকে। কোথা থেকে এই জাল আধার বানানো হচ্ছিল? এই চক্রের সাথে যুক্তদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, এইভাবে জাল কাগজ দেখিয়ে ক্রেতার বিশ্বাস অর্জন করত প্রতারকেরা। তারপর জমি দেখিয়ে তারা অগ্রিম টাকা নিয়ে কেটে পড়ত। আধার নকল না আসল সেটা না দেখে বিশ্বাস করলেই ঠকে যাওয়ার সম্ভাবনা।