চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: ২০২৮ সালে মার্চের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের কাজ, এমনটাই জানালেন ঘাটালের সাংসদ-অভিনেতা দীপক অধিকারী(দেব)। ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন তিনি। মাস্টারপ্ল্যান নিয়ে মনিটরিং কমিটির প্রথম বৈঠক ঘাটালে, উপস্থিত ছিলেন সেচ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দফতরের মুখ্য সচিব মনিশ জৈন, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপার-সহ প্রশাসনিক আধিকারিকেরা।
মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নজরদারিতে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হবে ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজের শুভ সূচনা করার জন্য। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুরের মোট সাতটি ব্লক ও দুটি পৌর এলাকা নিয়ে শুরু হতে চলেছে মাস্টারপ্ল্যানের কাজ। মাস্টারপ্ল্যানের জন্য জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তবেই কাজ শুরু করা হবে, এমনই জানান ঘাটালের সংসদ। এই বৈঠক নিয়ে খুশি ঘাটালবাসী।