নিজস্ব চিত্র
Bangla Jago Desk: এক এ এস আই পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃত পুলিশ কর্মীর নাম দেবাশীষ গড়াই।
সূত্রের খবর, কিছুদিন আগে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুরের পুলিশ ফাঁড়িতে কর্মে যোগ দিয়েছিলেন। বুধবার সকালে পুলিশ ফাঁড়ির একটি ঘরে ওই পুলিশ কর্মীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্যান্য পুলিশ কর্মীরা।
এরপর স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে পুলিশ কর্মীর আত্মহত্যার ঘটনায় বাড়ছে রহস্যের দানা। অন্যদিকে সূত্রের খবর, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে ওই পুলিশ কর্মী। ইতিমধ্যে এই ঘটনায় চলছে তদন্ত।