Bangla Jago Desk : তালা বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চঞ্চলের সৃষ্টি হলো নদিয়ার ভীমপুর থানার কুলগাছি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, কুলগাছি এলাকার বাসিন্দা, পেশায় সেনা কর্মী ভরত রায়ের পরিবারের লোকজন বাড়িতে তালা বন্ধ করে রাসের ঘট ভাসান দেখতে গিয়েছিলেন।
অভিযোগ ফিরে এসে বাড়ির মুল গেটের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর ভেতরে ঢুকে ঘর ও আলমারির তালা ভেঙে প্রায় ৭ ভরি সোনার গহনা সহ নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা বলে অভিযোগ করেন পরিবার সদস্যরা।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায় ঘটনাটির তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। পুলিশ আসামিদের ধরার জন্য প্রাথমিক বেবস্থ্যা নিয়েছেন। এই ধরনের ছুরিন ঘটনা জাতে আর না হয় সেই দিকে দৃষ্টিপাত করবে পুলিশ। প্রশাসনও তৎপর থাকেবে এরপর।