চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। নদীয়ার ফুলিয়ায় কফিনবন্দি অবস্থায় সেনা জওয়ান এর নিথর দেহ পৌঁছল বাড়িতে।
ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস। ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করেন তিনি। মৃত্যুর দিন পর্যন্ত জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি। সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে। এরপরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। তারা ভাবতেই পারছেন না, ৩৪ বছর বয়সী একজন কর্মরত সেনা জাওয়ানের কীভাবে মৃত্যু ঘটলো। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে।
মঙ্গলবার সকালে সেনা জওয়ান অরূপ বিশ্বাসের নিথর মৃতদেহ কফিনবন্দী অবস্থায় লালমাট গ্রামের বাড়িতে পাঠানো হয়। এরপরেই গোটা গ্রামবাসীর চোখের কোনায় জল ছল ছল করে ওঠে। অরূপ বিশ্বাসের শেষকৃত্যের আগে গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়ে। চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে।
জানা গিয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়েছে। যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল বললেই চলে। দাদার মৃত্যুতে ভাই সুদীপ বিশ্বাসের কথায়, হঠাৎ যখন তাদের পরিবারে ফোন আসে তখন তারা ভাবতেও পারিনি এই খবর শুনতে হবে তাদের। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা তাদের কাছে।
অরূপ বিশ্বাসের কিভাবে মৃত্যু হল পরিবারকে জানানো হয়নি বিএসএফের তরফে। সুদীপ বিশ্বাস এও বলেন, গত দুর্গাপুজোর আগে শেষবারের জন্য বাড়িতে এসেছিল দাদা এরপর আবার ডিউটিতে যোগদান করে। বরাবরই খুব সাদামাটা মনের মানুষ ছিল, সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল দাদা অরূপ বিশ্বাসের। প্রত্যেকেই তাকে সম্মান করত। স্বভাবতই প্যারা কমান্ডার সেনাবাহিনীর আকস্মিক মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্য।