ad
ad

Breaking News

TMC Protest

এত ভয় আমাদের? বিমানবন্দরে হওয়া হেনস্থা নিয়ে বিজেপিকে কী বললেন কুনাল?

তিনি প্রশ্ন তোলেন যে ত্রিপুরার বিজেপি নেতারা বাংলায় বাধা পান না, তাহলে তৃণমূল নেতাদের সঙ্গে এমন আচরণ কেন।

TMC Protest: Kunal Ghosh Slams BJP After Tripura Obstruction

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: অবশেষে সমস্ত বাধা অতিক্রম করে ত্রিপুরার আগরতলায় অবস্থিত কার্যালয়ে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সাংবাদিক বৈঠক থেকে বিমানবন্দরে হওয়া হেনস্থা প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (TMC Protest)। তিনি প্রশ্ন তোলেন যে ত্রিপুরার বিজেপি নেতারা বাংলায় বাধা পান না, তাহলে তৃণমূল নেতাদের সঙ্গে এমন আচরণ কেন। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে ঘাসফুল শিবিরকে ভয় পায় বিজেপি।

আরও পড়ুনঃ Karnataka Tragedy: পিকনিকে গিয়েই চরম পরিণতি! জলস্রোতে তলিয়ে গেলেন একই পরিবারের ৭ জন সদস্য

কুনাল ঘোষের বক্তব্য, “এই পার্টি অফিস গতকাল পুলিশের সামনে ভেঙেছে। মমতাদি ও অভিষেক টিম পাঠিয়েছেন এটা দেখতে যে কী ঘটেছে। সেখানে এই ধরনের অসভ্যতা।” এরপরই বাংলার প্রসঙ্গ টেনে ঘাসফুল শিবিরের মুখপাত্র বলেন, “বাংলায় গিয়ে তো ঘোরেন, বিয়ে বাড়িও যান ত্রিপুরার নেতারা। কোনও বাধা পান না। তাহলে কেন আমাদের সঙ্গে এরম? এত ভয় আমাদের?” যদিও এর সঙ্গে নাগরাকাটায় হওয়া ঘটনার নিন্দাও করেন কুনাল ঘোষ। (TMC Protest)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিনিধি দলকে হেনস্থা করায় একহাত নিয়েছেন বিজেপিকে। তিনি স্পষ্ট করে দেন যে দরকার হলে তিনি সেখানে যাবেন। শুধু তাই নয়, এর সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন, “সাহস থাকলে আমাকে আটকে দেখাক।” পাশাপাশি, অতীতে ত্রিপুরাতে তৃণমূল নেতাদের যে হামলার সম্মুখীন হতে হয়েছিল, সেগুলিও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “অভিষেকের গাড়ি আগে ভাঙা হয়েছিল। সুস্মিতা দেব, দোলা সেনের গাড়িতে হামলা হয়েছিল। তখন কোথায় ছিল ডবল ইঞ্জিন সরকার? অশান্তিকে এরা প্রশ্রয় দেয়। আগে নিজের ঘরে তাকান।” (TMC Protest)