নিজস্ব : গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : নারীশক্তির আবাহনের মাঝেই নারী সুরক্ষায় চালু করা হল মাতৃশক্তি প্রকল্প। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ নারীদের আত্মরক্ষার বিশেষ কৌশল শেখাচ্ছে। যাতে ইভটিজার বা উত্যক্তকারীদের উচিত শিক্ষা দিতে পারে পথে-ঘাটে বেরোনো মহিলারা।আইনের রক্ষকদের এই অন্যরূপে দুর্গা বন্দনা সমাজকে সুরক্ষিত করবে বলে আশা।
[ আরও পড়ুন : ঝুঁকি নিয়ে নদী পারাপার, পাকা সেতু গড়তে চায় প্রশাসন ]
হে নারী, করি তব বন্দনা…যুগ যুগ ধরে একথাই বলে আসছে সমাজ।অসুররূপী ভয়ঙ্কর শক্তিকে বিনাশ করতে একসময় যে নারী শক্তির আবাহন করেছিলেন দেবতারা।বর্তমান সময়ে দুষ্ট মানুষদের দাপট বাড়ায় সেই নারীদের শক্তি প্রদানে এগিয়ে এল বাংলার সরকার।পুলিশের তরফ থেকে সূচনা করা হয়েছে,মাতৃশক্তি প্রকল্প।দেবীপক্ষের মাঝে সমাজের দেবীদের এই অন্যরূপে আরাধনা আলোকময় করছে এই প্রকল্প। একসময় বেগম রোকেয়া বলেছিলেন,না জাগিলে ভারত ললনা,এ ভারত আর জাগিবে না। তাই সেই নারীদের জাগাতে ও তাঁদের সুরক্ষিত রাখতে রাজ্য প্রশাসন ধারাবাহিক ভাবনা রূপায়ণ করছে।যার নাম দেওয়া হয়েছে মাতৃশক্তি প্রকল্প।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে মেয়েদের শেখানো হচ্ছে আত্মরক্ষার বিশেষ কৌশল।এগরায় শুরু হওয়া এই প্রশিক্ষণ নেওয়ার জন্য পড়ুয়া থেকে অন্যান্য অংশের মানুষ বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছে।জনপ্রতিনিধিরা এই ধরণের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।
[ আরও পড়ুন : ফের বাংলার মেধার বিশ্বজয়, গবেষণায় লক্ষ্যভেদ কোদালিয়ার অধ্যাপকের ]
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পৌলোমী বর্মন বলেন, মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার বড় বিষয়।বর্তমান সময়ে কর্মব্যস্ত মহিলারা আত্মরক্ষার মাধ্যমে দুষ্টচক্রকে দমনও করছে।তাই এই নারী শক্তিকে সুরক্ষিত রাখার আধুনিক কৌশল বিশেষ প্রয়োজন রয়েছে বলে শিক্ষিকা থেকে নাগরিক সবার অভিমত।
বিভিন্ন মহল থেকে পুলিশের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।ছাত্রীদের মতে, তাঁদের শক্তি জোগাচ্ছে এই বিশেষ প্রশিক্ষণ।