চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Truth of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ‘সাইরেন বাজছে! আমাকে বাঙ্কারে প্রবেশ করতে হবে।’ কথা বলতে বলতেই বাঙ্কারের দিকে ছুটলেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনির যুবক অনিরুদ্ধ বেরা। ইরান ও ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে দু’ দেশেই অনেক ভারতীয় নাগরিকরা আটকে পড়েছেন। ইজরায়েলে গবেষণা করতে গিয়ে সেখানে আটকে পড়েছেন অনিরুদ্ধ বেরা। বুধবার রাতে সেখান থেকেই বাড়ির লোকের সঙ্গে কথা বললেন প্রবাসী ভারতীয় অনিরুদ্ধ।
[আরও পড়ুনঃ Political Vindication: “হেরে গিয়ে টাকা আটকে দিয়েছিল”, আদালতে ‘জয়’-এর পর বক্তব্য অভিষেকের]
অনিরুদ্ধ (Paschim Medinipur) ২০২২ সালের নভেম্বর থেকে ইজরায়েলের বিখ্যাত শহর তেল আভিভে রয়েছেন। ‘তেল আভিভ বিশ্ববিদ্যালয়’ এ ‘ক্যান্সার বায়োফিজিক্স’ নিয়ে তিনি গবেষণা করছেন। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ ২৭ বছরের অনিরুদ্ধ বলেন, ‘আমি ও বিভিন্ন দেশের অনেক গবেষক ছাত্রছাত্রীই বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সেন্ট্রাল তেল আভিভের একটি আবাসনে ভাড়া থাকি। প্রত্যেকেরই সিঙ্গেল রুম। নিজেরাই রান্না করি। কিন্তু, গত শুক্রবার থেকে কার্ফু জারি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দোকানপাট সকালের দিকে নির্দিষ্ট সময়ে খুলছে। সারাদিন অন্তত তিন থেকে চারবার সাইরেন বাজছে।’
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
অনিরুদ্ধ আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে রান্না করে খাওয়া সম্ভব নয়। তাই শুকনো ও রেডিমেড খাবার মজুত করে রাখছি। তাই দিয়েই চলছে। বুধবার সকালে আমাদের কাছে খবর এসেছে, বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে সবটাই বুধবার রাতের উপর নির্ভর করছে। এখনই বাড়ি যাবার কোন পরিকল্পনা ছিল না। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, ভারত সরকার উদ্ধার অভিযান শুরু করলেই চলে যাব।’