Bangla Jago Desk: নাবালিকা কে ধর্ষ*ণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, পলাতক যুবক। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের পাচ নম্বর সাহেব খালীর ঘটনা। রত্না মিস্ত্রি মেয়ে বছর ১৭এর নাবালিকা গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলায় হঠাৎই নিখোঁজ হয়ে যায়, তার মা কে খুঁজেতে বাড়ি থেকে বের হয়ে। পরিবারের দাবি, পাশের বাড়ি গঙ্গাধর পরামানিকের ছেলে বছর ২৮ বছরের এর সতীশ পরামানিক তাকে মুখ চেপে ধরে মাঠে নিয়ে যায়।
ঐ নাবালিকাকে একাধিক বার ধর্ষ*ণ করে তারপর সেখান থেকে পালিয়ে যায়। নির্যাতিতা পুরো বিষয়টি তার মা কে জানায়। মা শুনে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ জানায়। পুলিশ ঘটনাস্থলে যায় সতীশ প্রামানিক কে খোঁজাখুঁজি করে না পেয়ে গ্রামবাসীরা ওই মেয়েকে হিঙ্গলগঞ্জ স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতাল ভর্তি করে। সতীশ প্রামানিক, এর আগে তার তিনটি বিয়ে হয়েছিল।
স্থানীয়দের অনুমান করছেন, ওই নাবালিকার সঙ্গে সতীশের আগেই পরিচয় ছিল, রাত্রিবেলা কেন ওই নাবালিকা হঠাৎই তার সঙ্গে চলে গেল সেই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নির্যাতিতা পরিবার ও এলাকার মানুষের দাবি অবিলম্বে অভিযুক্ত কে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে।