ad
ad

Breaking News

Market

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই মূল্য নিয়ন্ত্রণে বাজারে বাজারে নজরদারি প্রশাসনের

মুখ্যমন্ত্রীর নির্দেশমতো মূল্য নিয়ন্ত্রণে বাজারে বাজারে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। জেলায় জেলায় বাজারে হানা দিচ্ছে পুলিশ-প্রশাসনের কর্তারা।

After the Chief Minister's strict instructions, the market surveillance administration in the market to control the price

ছবিঃ নিজস্ব

Bangla Jago Desk,রাকেশ চক্রবর্তীও বিদেশ বেরার: মুখ্যমন্ত্রীর নির্দেশমতো মূল্য নিয়ন্ত্রণে বাজারে বাজারে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। জেলায় জেলায় বাজারে হানা দিচ্ছে পুলিশ-প্রশাসনের কর্তারা। সেইমতো বুধবার হুগলির শেওড়াফুলি-আরামবাগ –ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গার বাজারে  চলে অভিযান। কয়েকজনের দাঁড়িপাল্লা বাজেয়াপ্ত করা হয়।প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে,অতিরিক্ত দাম যেন না নেওয়া হয়। সাধারণ মানুষ আশা করছে,আগামীদিনে হয়তো স্বস্তি মিলবে।

রাজ্যে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণ দেখিয়ে এক শ্রেণির ব্যবসাদার আলু-বেগুন থেকে প্রয়োজনীয় সব্জির দর কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।অসম্ভব দাম বেড়ে যাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠছে।সাধারণ মানুষ সব্জি কেনার পরিমাণ কমিয়েও দিলেও আঁচ গায়ে লাগছে।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃত্রিম উপায়ে দামবৃদ্ধির একধরণের মজুতদারের  ব্যবসায়িক চিন্তাধারার বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার নবান্নে থেকে  সেই নির্দেশ দেওয়ার ২৪ঘন্টার মধ্যে বাজারে বাজারে হানাদারি শুরু করেছে প্রশাসন।কেন দাম বাড়ছে ?চাষিরা যেখানে দাম পাচ্ছে না সেখানে মুনাফার ভাগ কারা খেয়ে নিচ্ছে,একথা বোঝার জন্য গ্রাউন্ড জিরোয় নেমে পর্যবেক্ষণ শুরু করলেন প্রশাসনের কর্তারা।বুধবার হুগলির চুঁচুড়ার  একাধিক বাজারে অভিযান শুরু করে প্রশাসনের একটি প্রতিনিধি দল। চুঁচুড়া খরুয়া বাজার,মল্লিক কাশেম হাট, শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান করে ক্রেতা সুরক্ষা দফতর, কৃষি বিপণন দফতর ও নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিকরা। শেওড়াফুলি বাজারে শ্রীরামপুর মহকুমা শাসক পুলিশ আধিকারিকদের নিয়ে বাজার দরদাম তুল্যমূল্য বিচার করেন জেলা প্রশাসনের কর্তারা।  

বিক্রেতাদের দাঁড়িপাল্লা পরীক্ষা করেন আধিকারিকরা।রিনিউ না করায় কয়েকজনের দাঁড়িপাল্লা সিজ করা হয়।আলুর দাম কেজিতে পাঁচ ছয় টাকা বেশি নেওয়ায় খুচরো বিক্রেতাদের সাবধান করা হয়।এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন এক আধিকারিকরা।বাজার কমিটির সদস্যরা বলছেন,পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারের দর কেন বেশি হচ্ছে তাই এখন নজরদারদের স্ক্যানারে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজার দর নিয়ন্ত্রণে তৎপর হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লক প্রশাসন। বুধবার প্রশাসনের পক্ষ থেকে গোপীবল্লভপুর মার্কেট কমপ্লেক্সের সবজি মার্কেট সহ গোপীবল্লভপুরের একাধিক জায়গায় প্রশাসনের অভিযান চালানো হয়। প্রশাসনের এরকম পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ। জনস্বার্থে এই অভিযান চালানোর সিদ্ধান্তকে ক্রেতারা স্বাগত জানাচ্ছেন।মধ্যসত্ত্বভোগীদের মুনাফায় লাগাম টানার জন্য এই নজরদারি বাড়ানোর ঘটনায় খুশি আমআদমি সবমিলিয়ে দাম কমানোর এই চলতি পদক্ষেপ ক্রেতাদের কাছে বড় ভরসার বিষয় হয়ে উঠছে।সবাই বলছেন,নিত্যব্যবহার্য জিনিস ন্যায্যমূল্যে বেচাকেনা হলে সবপক্ষের হাতেই নগদের ভারসাম্য থাকবে।