চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : কোচবিহার : বিশ্বদীপ সাহা : গত কয়েক দিনের মধ্যে আকাশ ছুঁয়েছে সবজির দাম। লাগামহীন সবজির দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে ব্যবসায়ী সমিতি, কাঁচামাল ব্যবসায়ী, হিমঘর কর্তৃপক্ষ সহ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। কিছুদিন যাবত ভারি বৃষ্টির কারণে কিছুটা হলেও সবজির দাম বেড়েছে। তবে শুধুমাত্র বর্ষার কারণে যে পরিমাণে সবজির দাম বাড়ার কথা তার থেকে অনেকটাই বেশি সবজির দাম। তাই খুব শীঘ্রই রেগুলেটেড মার্কেট, এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের নিয়ে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স। খুব দ্রুত শাকসবজির দাম যাতে কমানো যায় সেই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে এই বৈঠকে আলোচনা হয়।
[ আরও পড়ুন : Jacqueline Fernandez: ফের জ্যাকলিনকে ইডির সমন, এবার কোন মামলায় হাজিরা অভিনেত্রীর? ]
জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, শাকসবজির দাম কমানোর বিষয় ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আজ বৈঠক করা হয়েছে। আমরা একটি টাস্ক ফোর্স তৈরি করছি যাতে তারা বাজার গুলিতে ঘরে যে সমস্ত শাক সবজির দাম বেড়েছে তা এনালাইসিস করতে পারে। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তে আসা হয়েছে যে সমস্ত শাক সবজির দাম বেড়েছে তা কিছুটা হলেও কমানো হবে। একই সঙ্গে আলুর দাম কমানোর বিষয়ক এই বৈঠকে আলোচনা হয়। তবে শাকসবজির দাম যে লেভেলে বেড়েছে এতটা বাড়ার কোন লজিক নেই। আমাদের টাস্ক ফোর্স নিয়মিত বাজারে অভিযান চালাবে। এবং আগামী সপ্তাহে আমরা আবার একই রকম ভাবে একটি বৈঠক করবো।
[ আরও পড়ুন : Jacqueline Fernandez: ফের জ্যাকলিনকে ইডির সমন, এবার কোন মামলায় হাজিরা অভিনেত্রীর? ]
এই বিষয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সম্পাদক চাঁদমোহন সাহা বলেন, বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যাতে সবজির দাম একটু কমানো যায়। সেক্ষেত্রে গ্রাহকদেরও কিছুটা সচেতন হতে হবে। বাজারে ঘুরে জিনিসের দাম করে একটু বার্গেডিং করে সবজি কিনতে হবে। কারণ বর্তমানে চাহিদার থেকে যোগান কম রয়েছে। একজন সবজি ব্যবসায়ী একেক জায়গা থেকে সবজি নিয়ে আসছে। তাই দামের একটু হেরফের হচ্ছে। গ্রাহকরা যদি একটু দাম দর করে সবজি কেনে কিছুটা হলেও সাশ্রয় করতে পারবে।