ad
ad

Breaking News

Hooghly

জানালার রড কেটে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি উত্তরপাড়ায়

উত্তরপাড়ায় পরপর সি সি ক্যামেরা চুরি,মোবাইল ছিনতাই,আবাসনে চুরি, আংটি ছিনতাইয়ের পর এবার ভর সন্ধ্যায়

Adventurous burglary in Uttarpara by cutting the window rod and breaking into the house

নিজস্ব ছবি

Bangla Jago Desk,হুগলি, রাকেশ চক্রবর্তী: উত্তরপাড়ায় পরপর সি সি ক্যামেরা চুরি,মোবাইল ছিনতাই,আবাসনে চুরি, আংটি ছিনতাইয়ের পর এবার ভর সন্ধ্যায়। জানালার রড কেটে বাড়িতে ঢুকে,আলমারি ভেঙে সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। একদিকে পরপর অপরাধের ঘটনায় যখন আতঙ্কিত সাধারণ মানুষ ঠিক তখন আরও এক চুরির ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে সাত টা নাগাদ বাড়ির বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কাছে ডাক্তার দেখাতে গিয়েছিলেন বাড়ির গৃহকর্তী,এরপর ফিরে এসে দেখেন বাড়ির জানালা কেটে ভয়াবহ চুরির ঘটনা। 

[ আরও পড়ুন: ছেলে ধরা সংক্রান্ত অপ্রচার রুখতে কল্যাণী থানার পক্ষ থেকে সর্তকতা মূলক প্রচার

যদিও উত্তরপাড়ায় পরপর অপরাধমূলক ঘটনার পর একদিকে যেমন বেশ কিছু অপরাধী ধরা পড়ছে, তেমনই বাড়ছে চুরির ঘটনা।সাধারণ মানুষের বক্তব্য এর আগে উত্তরপাড়ায় কখনও এত চুরির ঘটনা ঘটেনি,তাদের মতে এলাকায় বাড়ানো উচিত পুলিশি টহল ও সাদা পোশাকে নজরদারি।যদিও এই বিষয় তদন্তে পুলিশকে যথেষ্ঠ বেগ পেতে হচ্ছে কারণ পুলিশ সূত্রের দাবি উত্তরপাড়া পুর এলাকায় নজর দারির জন্যে যে যে সি সি ক্যামেরা লাগানো হয়েছে সেগুলোর বেশি ভাগই অকেজো,একদিকে যখন অন্যান্য পুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সি সি ক্যামেরার ওপর ভরসা রাখছে পুলিশ সেখানে উত্তরপাড়া এলাকায় সি সি ক্যামেরা অচল হয়ে থাকা নিয়ে চিন্তায় প্রশাসন।

যদিও এই বিষয় বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়, তাঁরা জানান এই ব্যর্থতা পুলিশ ও পুর প্রশাসনের।উত্তরপাড়া এলাকায় পরপর চুরির ঘটনায় পুলিশের এক কর্তা জানান পুলিশ যথেষ্ঠ ভালো কাজ করার চেষ্টা করছে,ইতিমধ্যেই সি সি ক্যামেরা চোর,মোবাইল ছিনতাই এবং একাধিক বাইক চোরকে ধরতে সমর্থ হয়েছে পুলিশ।এটা ঠিক সি সি ক্যামেরা ঠিক থাকলে এই ধরনের অপরাধী ধরতে অনেক সুবিধা হয়,আমরা আশাবাদী খুব দ্রুত মূল অভিযুক্তকে আমরা ধরতে পারবো।