ad
ad

Breaking News

East Burdwan

কেতুগ্রামের পাচুন্দি আই মাদার দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি!

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই দুষ্কৃতী ব্যাগ নিয়ে মন্দিরে ঢুকেছে। তারপর মূল গেটের মধ্যে দিয়ে ঠাকুরের মূর্তি টেনে গহনা ব্যাগের মধ্যে ভরে ঠাকুরের গা থেকে সমস্ত অলংকার খুলে নেয়।

Adventure robbery at Pachundi I Mother Durga temple in Ketugram!

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : মনিরুল ইসলাম : পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রামের পাচুন্দিতে অবস্থিত আই মাদার দুর্গা  মন্দিরে মাঝ রাতে হানা দেয় এক দুষ্কৃতী। চুরি করে নিয়ে যায় বহুমূল্যের গয়না। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা কাণ্ড। সেই সূত্র ধরেই ওই দুষ্কৃতীকে ধরার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

[ আরও পড়ুন : রেলের কাণ্ডজ্ঞানহীন ভূমিকায় ক্ষোভ,আতঙ্কের সফর কবে শেষ হবে? ]

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই দুষ্কৃতী ব্যাগ নিয়ে মন্দিরে ঢুকেছে। তারপর মূল গেটের মধ্যে দিয়ে ঠাকুরের মূর্তি টেনে গহনা ব্যাগের মধ্যে ভরে ঠাকুরের গা থেকে সমস্ত অলংকার খুলে নেয়। এই ঘটনা ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে, সেখানকার স্থানীয় লোকজনের মুখ থেকে শুনতে পাওয়া যায় ফুটেজে দুষ্কৃতীর হানার চিত্র স্পষ্ট। ফলে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে পুলিশের। পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই মন্দিরটির দেখভাল যিনি করেন তিনি জানান দুর্গা পুজো হয়, “ভক্ত সমাগম হয়। মন্দিরে মায়ের মন ভালো নেই ও আমাদের পরিবারেরও মন খারাপ যাতে এই গয়নাগুলো ফিরে পাওয়া যায় সেই ব্যবস্থাই করুক পুলিশ। ভক্তদের দেওয়া অনেক অলংকারে সজ্জিত ছিলেন দেবী। তা এভাবে চুরি হবে ভাবতে পারিনি।” প্রতিদিনের মতো এদিন রাতেও পুজোর পর মন্দির বন্ধ করে গিয়েছিলেন। এর পরই গভীর রাতে চুরির ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছে তিনি।

[ আরও পড়ুন : ঢাক বাদন প্রতিযোগিতায় ঢাকের তালে মাতোয়ারা কোন্নগরবাসী ]

মন্দির সংলগ্ন এলাকাটি বেশ জনবহুল। প্রচুর বাড়ি রয়েছে। তার মধ্যে এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এনিয়ে পুজোর পরিবারের এক সদস্য বলেন, মন্দিরে এভাবে মূর্তি  চুরিতে আতঙ্ক ছড়িয়েছে। এর পর দোকানপাটে চুরির সম্ভবনা তৈরি হচ্ছে। তাই সবাই ভয় পাচ্ছেন। এলাকায় সতর্কতা বাড়াতে তিনি পুলিশকে আর্জি জানাবেন