চিত্র: নিজস্ব
Bangla Jago Desk, সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জ: রাজ্য সরকারের তরফ থেকে সরকারী জমি দখলমুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে আগেই। সেই মোতাবেক রাধিকাপুর অঞ্চলের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশও দেওয়া হয়েছে। এমনকি রাধিকাপুর অঞ্চলের তরফ থেকেও এই নির্দেশিকার পাশাপাশি মাইকের সাহায্যে প্রচারও করা হয়েছে। বলা হয়েছিল, সরকারী জমি দখল করে রাখা চলবে না। তারপরও সেই সরকারী জমি দখল করেই দেদার চলে ব্যাবসায়ীদের বেচা-কেনা। যার জেরে প্রায় দিনই লেগে থাকে যানজট সৃষ্টির মতো ঘটনা থেকে শুরু করে পথ দুর্ঘটনার মতো ঘটনাও। কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদীর ব্রীজের পাশে তিন মাথার মোড়ে ধরা পড়ে এমনই ছবি।
প্রশাসনের তরফ থেকে বারংবার সরকারী জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হলেও কোনও সুফল মেলেনি প্রাথমিকভাবে। তবে এলাকাবাসী বা পথ চলতি মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ স্থানীয় প্রশাসনের। ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েতে। পঞ্চায়েতের পাশে দীর্ঘদিন উপস্থিত বাজারটি দীর্ঘদিন অব্যাবহৃত অবস্থায় পড়ে রয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে পুনরায় সেই বাজারটিই এবার চালু করার উদ্যোগ নেওয়া হল। তিন মাথার মোড়ে বসা বাজারটিকে স্থানান্তর করে পঞ্চায়েতের ওই নির্মিয়মান বাজারে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হল।