চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি কারবার চালিয়ে বাংলার সম্পদ লুঠ করা যাবে না।রাজ্যের বিভিন্ন নদ-নদী থেকে বালি কেটে পাচার করার চেষ্টা বানচাল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার কড়া বার্তা দেন।তিনি জেলা প্রশাসনকে স্পষ্ট করে দেন,আর কোথাও যেন এই ধরণের বালি পাচার না হয়।মুখ্যমন্ত্রীর নির্দেশ মেলার পর বাংলা জাগোর ক্যামেরা নজর রাখে নানা জায়গায়। বীরভূমের নানুরে অজয় নদের বুক খালি করে চলছিল প্রকৃতির অমূল্য সম্পদ পাচারের কাজ। বিষয়টি নজরে আসতেই প্রশাসন সক্রিয় হয়।
অভিযান চালিয়ে আটকানো হয় অবৈধ বালি পাচার। আটক করা হয়েছে বেশ কয়েকটি লরি। বাজেয়াপ্ত করা হয়েছে হিসাবের খাতা। জানা গিয়েছে, নানুরে বৃহস্পতিবার গভীর রাতে একাধিক ঘাটে অবৈধ বালি পাচার চলছিল। সেই সময় জেলাশাসকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চালাতেই বালি পাচারকারীরা পালানোর চেষ্টা করে। সে সময় আটকানো হয় বালি বোঝাই লরিগুলিকে।রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এই ধরণের অবৈধ কাজ যে আর বরদাস্ত করা হবে না তাও স্পষ্ট করে দিচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা। তাই নজরদারি বাড়তেই অজয়-ময়ূরাক্ষী সহ নানা নদ-নদীর পারে পুলিশি অভিযান জারি রয়েছে।
শীতের রাতে যাতে কোনওভাবেই নির্মাণের এই উপকরণ হাতিয়ে নিয়ে কারবারীরা মুনাফা করতে না পারে সেজন্য সাদা পোশাকের পুলিশও নজর রাখছে।একটাই উদ্দেশ্য,বেআইনি কাজ বন্ধ করে বাংলার সম্পদ রক্ষা করা।