চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: অভাবের কাছে হার মানেনি ১৭ বছরের অদিতি মণ্ডল। দিনমজুর খেটে কোনওমতে সংসার চালান বাবা- মা। তার মধ্যেই অদিতি আজ রাজ্যের গর্ব। রাজ্য অ্যাথলেটিক্স মিটে অনূর্ধ্ব-২০ বিভাগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে সকলের নজর কেড়েছে হবিবপুরের কৃষ্ণপুর গ্রামের এই কিশোরী(Aditi Mondal)। ছোট থেকেই দৌড়ে তীব্র আগ্রহ অদিতির। বর্তমানে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী সে।
[আরও পড়ুন: BJP Corruption: ধাক্কা বিজেপির, জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ]
দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে চলেছে কঠোর পরিশ্রম। প্রথমে জেলা পর্যায়ে সাফল্য, তারপর সোজা রাজ্য মঞ্চে জয়। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতাতেই উঠে এসেছে অদিতির নাম। সোনার পদক জয়ের পর গ্রামে ফিরে সংবর্ধিত হয়েছে সে। স্কুলের পক্ষ থেকেও দেওয়া হয়েছে শুভেচ্ছা(Aditi Mondal)। কিন্তু এখানেই থেমে থাকতে চায় না অদিতি। তার স্বপ্ন, একদিন দেশের হয়ে খেলবে, জাতীয় চ্যাম্পিয়ন হবে, এমনকি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবে।
লিঙ্ক: https://www.facebook.com/Banglajagotvofficial/
তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই স্বপ্ন কতদূর যাবে? বাবা জঙ্গলু মণ্ডল বলছেন, “আমি দিনমজুর, মেয়ের স্বপ্নপূরণের জন্য এত টাকা কোথায় পাব?” মা-ও একই চিন্তায়(Aditi Mondal)। অদিতির প্রতিভা ও সাফল্য প্রমাণ করেছে, সুযোগ পেলে সে পৌঁছাতে পারে অনেক দূর। এখন দরকার শুধু সরকারি কিংবা বেসরকারি সহায়তা।