ad
ad

Breaking News

Bankura

তোলা না মেলায় পেটে ব্লেড, ধৃত অভিযুক্ত

জয় কুন্ডু নামের কাপড়ের এক হকারের কাছ থেকে ওই যুবক হপ্তা আদায় করতে গেলে ওই হকার তা দিতে অস্বীকার করে। এই ঘটনায় পুচু মালাকারের সাথে বচসা শুরু হয় হকার জয় কুন্ডুর।

Accused arrested after being stabbed in the stomach for not picking up

চিত্র : সংগৃহীত

Truth Of Bengal:স্থানীয় যুবকের দাদাগিরি। কাপড়ের হকারের কাছে হপ্তা না পেয়ে হকারের পেটে ব্লেড চালালো যুবক। স্থানীয়রাই ধরে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল হামলাকারীকে। এমনই ঘটনা ঘটেছে, বাঁকুড়ার মাচানতলায়।

এমন ঘটনায় হতভম্ব স্থানীয়রা। এরপর ওই হামলাকারীকে আটকে করে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে রাখে স্থানীয়েরা। পরে হামলাকারীকে তুলে দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার ইদগামহল্লা এলাকার বাসিন্দা পুচু মালাকার নামের এক যুবক বেশ কিছুদিন ধরেই বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় থাকা হকারদের কাছ থেকে হপ্তা আদায় করছিল। এদিন দুপুরে ওই যুবক মাচানতলা এলাকায় একের পর এক হকারের কাছ থেকে হপ্তা আদায় করছিল।

জয় কুন্ডু নামের কাপড়ের এক হকারের কাছ থেকে ওই যুবক হপ্তা আদায় করতে গেলে ওই হকার তা দিতে অস্বীকার করে। এই ঘটনায় পুচু মালাকারের সাথে বচসা শুরু হয় হকার জয় কুন্ডুর। এর মাঝেই পুচু মালাকার নিজের সঙ্গে থাকা ব্লেড বার করে জয় কুন্ডুর পেটে চালিয়ে দেয়। ঘটনায় গুরুতর জখম হন জয় কুন্ডু নামের ওই হকার। এই ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয় ওই এলাকায়। ঘটনায় স্থানীয় কয়েকজন হকার ছুটে হামলাকারীকে ধরার চেষ্টা করলে ব্লেড চালিয়ে তাদেরও জখম করার চেষ্টা করে পুচু।

পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ স্থানীয় হকারদের সহযোগিতায় ওই যুবককে ধরে ফেললে স্থানীয়রা হামলাকারীকে বেঁধে রাখে। পরে হামলাকারীকে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় জখম হকারকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।