ad
ad

Breaking News

Abhishek Banerjee

Abhishek Banerjee : ‘মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি’, সন্দেশখালি নিয়ে তোপ অভিষেকের

সন্দেশখালির ঘটনা নিয়ে আবার সরব হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek attacked the BJP in harsh language over Sandeshkhali

Bangla Jago Desk : ‘মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি’। সন্দেশখালির ঘটনা নিয়ে আবার সরব হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল কংগ্রেস একটি স্টিং অপারেশন ফাঁস করে। সেখানে স্থানীয় এক বিজেপি নেতাকে বলতে শোনা যায়, পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। এই প্রসঙ্গটি উল্লেখ করে আজ কৃষ্ণনগরের কালীগঞ্জে দলের প্রার্থীর সমর্থনে প্রচারে সভায় অভিষেক বলেন, ‘সন্দেশখালির ভিডিয়ো দেখেছেন? মহিলাদের ২ হাজার টাকা দিয়ে বিজেপি বলেছে। তাঁদের সম্ভ্রম, ইজ্জত ২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে বিজেপি নেতারা। মিথ্যে অভিযোগ করিয়েছে। ২০০০ টাকা নাও, মিথ্যে অভিযোগ করো। আমি বলছি না, মণ্ডল সভাপতি গঙ্গাধর বলেছেন।’

এদিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের পাশাপাশি রাজ্যপালকেও নিশানা করেন অভিষেক। বিজেপির প্রার্থীর উদ্দেশে তিনি তিনটি প্রশ্ন রাখেন। অভিষেক বলেন, ‘অমৃতাকে তিনটি প্রশ্ন করবেন। বিজেপি নেতারা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। সেই ভিডিয়ো দেখাব। তাঁরা যাঁকে রাজ্যপাল করে পাঠিয়েছেন, সেই পদ কলঙ্কিত করেছেন বর্তমান রাজ্যপাল। মেয়ের বয়সী মেয়েকে শ্লীলতাহানি করেছেন। রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই নিয়ে অবস্থান কী? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি নিয়ে অনেক বলেছিল, গলা ফাটিয়েছিল, কাল সন্দেশখালি দেখেছেন তো? প্রমাণিত হয়েছে, বাংলার মানুষকে কলঙ্কিত করতে গিয়ে, কলুষিত করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করেছে।’

দলের প্রার্থী মহুয়া মৈত্র সম্পর্কে অভিষেক বলেন, ‘কৃষ্ণনগরে মোদীজি আবার সভা করেছেন। তিনি কোনও ভাবে চান না যাতে মহুয়া জেতেন। আমি বলি, আপনারা পাঁচ বছর সংসদে মহুয়ার পারফরম্যান্স দেখেছেন। মমতার প্রকৃত সৈনিক। দিল্লির তাঁবেদারের কাছে আমাদের সৈনিকেরা মাথা নত করেননি। গত ৫ বছর যে ভাবে আপনাদের দাবিদাওয়া সামনে রেখেছে, মুখোশ খুলে দিয়েছেন, এঁদের গায়ে জ্বালা ধরেছে। তাই তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া যাবে না।’





এদিন জোড়া কর্মসূচি আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। প্রথম কৃষ্ণনগরের কালীগঞ্জে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার ছিল। পরের সভা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। সেখানকার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের সমর্থনে সভা করবেন।