ad
ad

Breaking News

Goalpokhar Case

গোয়ালপোখর কাণ্ডে গ্রেফতার সাজ্জাকের সঙ্গী আবদুল হোসেন

কয়েকদিন আগে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে জেল থেকে পালানো গোয়ালপোখরের কুখ্যাত দুষ্কৃতী সাজ্জাক আলম।

Abdul Hossain, Sajjak's accomplice, arrested in Goalpokhar case

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কয়েকদিন আগে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে জেল থেকে পালানো গোয়ালপোখরের কুখ্যাত দুষ্কৃতী সাজ্জাক আলম। এবার তার অন্যতম সঙ্গী আবদুল হোসেন ওরফে আবালকেও গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির রসখোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আবদুলকে। গ্রেপ্তারের পর তাকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়। আবদুল হোসেনের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে রায়গঞ্জ থানার পুলিশ সুপার সানা আখতার। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, আবদুল হোসেন একজন বাংলাদেশি নাগরিক। কয়েক বছর আগে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশ করেছিল। এ কারণে সে জেলও খেটেছিল। আর সে সময় ডাকাতির একটি মামলায় সাজ্জাকও জেলবন্দী ছিলেন। ইসলামপুরের জেলে থাকার সময় সাজ্জাক আলমের সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই তারা ডাকাতিসহ একাধিক অপরাধমূলক বিষয়ে হাত পাকা করে। সেই সময় সাজ্জাকও একটি ডাকাতির মামলায় জেলবন্দী ছিল। চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের জেরে সাজ্জাক ও আবদুল দুজনেই পুলিশের নজরে ছিল।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গোয়ালপোখরের এক তরুণীকে ভালোবেসে বিয়েও করে এই আবদুল, তারপর সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। সাজ্জাককে ফের জেলবন্দী করা হলে তাকে মুক্ত করতে মরিয়া হয়ে ওঠে আবদুল। আব্দুলের সেই প্রচেষ্টার ফলে ১৬ তারিখ সাজ্জাক জেল থেকে পালাতে সক্ষম হয়।

সাজ্জাকের পলানোর পর থেকেই পুলিশের নজর পড়ে আবদুলের উপর। আর তা বুঝতে পেরেই গা ঢাকা দিতে সীমানা পেরিয়ে বিহারের কিষাণগঞ্জ হয়ে ঝাড়খণ্ডে যাওয়ার পরিকল্পনা করে আবাল। কিন্তু সে পথে বাধা পেয়ে গোয়ালপোখরেই ফিরে আসে। ফিরে আসার পরই গভীর রাতে রসখোয়া থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর এনকাউন্টারে সাজ্জাক নিহত হলেও আবদুলকে খোঁজার চেষ্টা থামায়নি পুলিশ। অবশেষে এবার তাকে পাকড়াও করল।