চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। মঙ্গলবার থেকে বিএলওরা রাজ্যের প্রতিটি বাড়িতে যাচ্ছেন ফর্ম নিয়ে। পাশাপাশি এর আতঙ্কে একাধিক আত্মহত্যার ঘটনা জনসম্মুখে আসায় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। এই আবহাওয়ায় চাঞ্চল্যকর কান্ড ঘটলো পূর্ব বর্ধমানের কালনায়। একটি জলাশয় থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল আধার কার্ড। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, এদিন সকালে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকায় শুরু হয়েছিল বিল পরিস্কারের কাজ। সেই সময় পাওয়া যায় একটি বস্তা। প্রথমে সকলে ভয় পাচ্ছিলেন যে তাতে মৃতদেহ থাকতে পারে। কিন্তু পরে যখন খোলা হল, তা দেখে অবাক সকলে। খুলতে দেখা গেল যে সেখানে রয়েছে অজস্র আধার কার্ড।
পূর্বস্থলী থানায় খবর দেওয়ার পর ঘটনাস্থলে বেলা ১২টা নাগাদ পৌঁছায় পুলিশ এবং তারা সেগুলি সেখান থেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে কার্ডের অধিকাংশই হামিদপুর, পিলা এলাকার মানুষ। এবার সেই কার্ডগুলি আসল কিনা বা কিভাবে বিলে সেগুলি এসেছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু তদন্ত করে পুলিশ দেখছে। এমনিতেই রাজ্যে এসআইআর ঘোষনার পর থেকে পরিস্থিতি স্পর্শকাতর, তার উপর এমনটা হওয়াতে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।