চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk, Barsa Sahoo : বন্যা পরিস্থিতির সময় রচনা ব্যানার্জি জলের পরিমাপকে কুইন্টাল বলে সম্বোধন করে ট্রোলড হয়েছিলেন। তবে এবার তারকার সংসদ কে বিঁধতে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন দীপ্সিতা। কি এমন বলেছিলেন তিনি যে তাকে ঘিরে এত সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়? জল পরিমাপের একক ‘ কিউসেক’ কুইসেক বলে বসলেন দিপ্সিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ফলে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন বামনেত্রী।
[ আরও পড়ুন : Rajnikanth: অসুস্থ রজনীকান্ত! হঠাৎ কী হল দক্ষিণী অভিনেতার? ]
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। তার সঙ্গে রয়েছে ডিভিসির ছড়া জল। ফলে কার্যত বানভাসী পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলার বেশ কয়েকটি জেলায়। বহু জমি ইতিমধ্যেই জলের তলায় তলিয়ে গিয়েছে। বহু পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছিল। সেই বন্যা পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জল পরিমাপের একককে গুলিয়ে ফেলেছিলেন তারকার সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ছাড়া জল প্রসঙ্গে রচনা বলেছিলেন, ” কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে।” আর সেই ভিডিও এক নিমিষেই ফাইনাল হয়েছিল সামাজিক মাধ্যমে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এবার নিজেই চরম কটাক্ষের শিকার হলেন দিপ্সিতা।
[ আরও পড়ুন : Govinda: গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, স্থিতিশীল হলেও হাসপাতালেই চিকিৎসাধীন অভিনেতা ]
রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কে সমালোচনা করে দীপশ্বেতা বলেন, “কুইন্টাল কুইন্টাল মাপতে যারা ব্যস্ত থাকেন, তারা জল পরিমাপের যে ইউনিট কুইসেক…।” এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একজন লিখেছেন, ” রচনা ব্যানার্জি মূর্খদের দল করেন। উনি কুইন্টাল কুইন্টাল জল বলেছেন। ভুল বলেছেন। দিপ্সিতা ধর শিক্ষিত দল করেন তাই কিউসেক না বলে কুইসেক বলেছেন…।উনি ঠিকই বলেছেন।”