ad
ad

Breaking News

Nadia

Nadia: মর্মান্তিক পরিণতি! পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে  গেল এক কিশোর

এক মর্মান্তিক ঘটনার স্বাক্ষী রইল নদিয়া। প্রখর গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে বন্ধুরা মিলে সকলে স্থানীয় পুকুরে দাপাদাপি করে জ্বলে খেলা করছিল

A teenager drowned while bathing in a pond

প্রতীকী ছবি

Bangla Jago Desk,নদিয়া,মাধব দেবনাথ : এক মর্মান্তিক ঘটনার স্বাক্ষী রইল নদিয়া। প্রখর গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে বন্ধুরা মিলে সকলে স্থানীয় পুকুরে দাপাদাপি করে জ্বলে খেলা করছিল। কিন্তু সেই খেলা যে জীবন নিয়ে খেলায় পরিণত হবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি তারা। মৃত ওই  কিশোরের নাম নরেন বিশ্বাস বয়স ১২ বছর। বাবা ভজা বিশ্বাস । শিব নিবাস হালদার পাড়ার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

[ আরও পড়ুন: Jhargram: প্রহর গুনছে মহেন্দ্রক্ষনের, ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা ঝারগ্রামে গণনা কেন্দ্র]

পরিবার সূত্রের খবর সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ কৃষ্ণগঞ্জের শিবনিবাস হালদারপাড়ার পুকুরে কিশোর তার বন্ধুদের সাথে স্থানীয় পুকুরে স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায়। অন্যরা একসময় জল থেকে উঠে এলেও আর উঠে আসেনি ওই কিশোর। তখন বাকিরা চিৎকার চেঁচামেচি শুরু করে । শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয় এবং তারা তৎক্ষণাৎ পুকুরে ঝাঁপ দিয়ে তল্লাশি শুরু করে। কিছু সময় খোঁজার পর নিথর অবস্থায় ওই কিশোরকে তারা জল থেকে উদ্ধার করে। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে।

[ আরও পড়ুন:  Cooch Behar: ফল ঘোষণার আগে কোচবিহারে উত্তেজনা,অভিযোগের তির বিজেপির দিকে]

চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে । এই খবর পাওয়ার সাথেসাথে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পরে । পরে ওই কিশোরকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবার জুড়ে নেমেছে শোকের ছায়া ।