ad
ad

Breaking News

Makaut

ক্লাসের মধ্যেই ছাত্রের হাতে সিঁদুর পরেছিলেন! বিতর্কে ইস্তফা অধ্যাপিকার

ম্যকআউট বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছাত্রের সঙ্গে বিয়ে করার ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় হয় শিক্ষাজগৎ।

A teacher resigns after a controversy over a student's hand touching vermilion in class

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছাত্রের সঙ্গে বিয়ে করার ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় হয় শিক্ষাজগৎ। ভিডিয়ো-তে দেখা যায় এক অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পড়িয়ে দেয় তারই ছাত্র। এমনকি মালা বদলও হয়। এবার সেই ঘটনায় এবার পদত্যাগ করলেন ম্যাকাউটের অধ্যাপিকা।

বিশ্ববিদ্যালয়ে সিঁদুরদান বিতর্কে ছুটিতে পাঠানো হয়েছিল তাঁকে। বিতর্ক অব্যাহত থাকায় ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যয়। গত বুধবার ক্যাম্পাসে সিঁদুরদান ঘিরে ব্যাপক বিতর্ক হয়। বিয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল বিতর্ক। ছাত্রের সঙ্গে কী করে সিঁদুরদান করেন অধ্যাপিকা! বিভিন্ন মহল থেকে উঠতে থাকে এই প্রশ্ন।পাঠক্রমের অংশ হিসেবে এই অভিনয় বলে দাবি করেছিলেন অধ্যাপিকা।

সেই ইস্যু নিয়ে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে তাদের ক্যারিয়ারের কথা তুলে ধরে তিনি তাঁর ফেসবুকে একটি ভিডিয়ো-তে পোস্ট করেছিলেন। যেখানে তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছিলেন। সেই পায়েল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ভিডিওটি একটি নাটকের অংশ। আরও অনেক নাচ-গানের ভিডিও আছে সেগুলি ভাইরাল হয়নি। কিন্তু মিথ্যা, বেসলেস ভিডিও নিয়ে মাতামাতি করা হচ্ছে। এতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। ওঁদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ছে। ক্যারিয়ারের প্রভাব পড়বে। একবারও কী পড়ুয়াদের কথা ভাবা হয়েছে? ওদের কী হবে? আপনারা আলোচনা করছেন এটা সময় নষ্ট ছাড়া কিছুই নয়। আপানাদের কাছে ভিডিওটি আসলে রিপোর্ট করুন। শেয়ার করবেন না, অনুরোধ রইল। এই ভিডিওর জন্য আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। যা জানানোর কর্তৃপক্ষকে জানাব, আমি আশা করি বিশ্ববিদ্যালয় বিষয়টি বুঝবে। আমার ভরসা আছে।” কিন্তু তাতেও বিতর্ক না কমে বাড়তে থাকে। অবশেষে অধ্যাপিকা পদ থেকে ইস্তফা দিলেন পায়েল বন্দ্যোপাধ্যয়।