ad
ad

Breaking News

Smart Attendance

স্কুলে পা রাখতেই অভিভাবকের ফোনে মেসেজ, ‘স্মার্ট অ্যাটেনডেন্স’ কী এবং কেন?

সন্তানদের নিয়ে অভিভাবকদের চিন্তার দিন শেষ। অভিনবত্ব ভাবনা এবার স্কুল কর্তৃপক্ষের। ভাবনার নাম ‘স্মার্ট অ্যাটেনডেন্স’।

A message on a parent's phone as soon as they set foot in school, what is 'smart attendance' and why?

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: সন্তানদের নিয়ে অভিভাবকদের চিন্তার দিন শেষ। অভিনবত্ব ভাবনা এবার স্কুল কর্তৃপক্ষের। ভাবনার নাম ‘স্মার্ট অ্যাটেনডেন্স’। নারী নিরাপত্তার বিষয়ে সচেতনতার জেরে এই বিশেষ ভাবনা। এমনই ভাবনা নিয়ে এল হাওড়ার বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয় (উঃমাঃ)।

বাড়ি থেকে বেরোনোর পর বাবা-মা’দের চিন্তার কোন অন্ত থাকে না, সেই চিন্তা কিছুটা কমাতে এমন অভিনব ভাবনা নিয়ে এসেছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকরা জানিয়েছে, বর্তমান সময়ে যেভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে সেই বিষয়কে মাথায় রেখেই স্কুলের ছাত্রীদের জন্যই এমন ব্যাবস্থা চালু করছে স্কুল।

স্কুলের প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষ বলেন, এটি একটি বায়োমেট্রিক্স সিস্টেম।  যাতে করে বাচ্চারা স্কুলে এসে তার আইডি কার্ড টা শো করলে বাড়িতে মেসেজ চলে যাবে যে তাদের সন্তাররা কোন সময়ে স্কুলে প্রবেশ করছে। এই সিস্টেম চালু হওয়ায় সঠিক সময়ে স্কুলে প্রবেশ করতে তৎপর হবে পড়ুয়ারা। 

স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সরকার পোষিত স্কুলে এই সিস্টেম করাতে অবশ্যই খরচ সাপেক্ষ। ডোমজুরের বিধায়ক তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে যাতে নিশ্চিন্তে থাকতে পারে সেই কারণেই এই স্মার্ট অ্যাটেনডেন্স কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া জেলার বুকে এই উদ্যোগটি প্রথম বলেও দাবি করেন বিধায়ক।

নুরাজ মোল্লা স্কুল পরিচালন কমিটির সভাপতি বলেন, হাওড়ার বুকে এই প্রথম স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম তারা চালু করেছেন। এই সিস্টেম চালু করাতে অভিভাবকরাও খুব খুশি। ফরিদ খা নামে এক অভিভাবক বলেন, তার মেয়ে নবম শ্রেণীতে পড়ে। স্কুল যে এই উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত ভালো। এতে আমরা চিন্তামুক্ত হলাম অনেকটা।

একাদশ শ্রেণির ছাত্রী জুহেনা পারভিন বলেন, পঞ্চম শ্রেণী থেকে এই স্কুলে পড়ছি। স্কুলে এই বছরেই এই সিস্টেম চালু হয়েছে যা খুবই ভালো উদ্যোগ। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে স্কুলের ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি ভাবনা চিন্তা করেছে তা অভাবনীয়।