ad
ad

Breaking News

Siliguri

শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছে থেকে বাংলাদেশের জন্ম প্রমাণপত্র পাসপোর্ট ও পরিচয়পত্র সহ ভারতীয় ভোটার ও আধার কার্ড উদ্ধার হয়েছে।

A Bangladeshi youth was arrested from the Pani Tanki area on the India-Nepal border in Siliguri.

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি গ্রেফতার এক বাংলাদেশী যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ধৃতের নাম রঞ্জিত বর্মন। সে বাংলাদেশের রঙপুর ডিভিশনের বাসিন্দা। জানা গিয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি এলাকায় টহলদারি চালাচ্ছিল এসএসবির জাওয়ানরা। সেই সময় ওই যুবককে আটক করে এবং জিজ্ঞাসা বাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য।

এরপর ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলে পরিবার থানার পুলিশ গ্রেফতার করে। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছে থেকে বাংলাদেশের জন্ম প্রমাণপত্র পাসপোর্ট ও পরিচয়পত্র সহ ভারতীয় ভোটার ও আধার কার্ড উদ্ধার হয়েছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে গিয়েছে ২০২১ সালে ভারতীয় ভিসা পেয়ে সীমান্ত হয়ে এদেশে এসে ফের বাংলাদেশ ফিরে পুনরায় চোরাপথে হয়ে এদেশের ভারতে আসে। এবং ভারতে থেকে আধার কার্ড ও পরে ভোটার কার্ড তৈরি করে।

কিছুদিন ধরেই পানিট্যাঙ্কিতে পারিবারিক আত্মীয়দের সঙ্গে থাকতে শুরু করে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ।