Bangla jago Desk: সুন্দরবনে চালু হয়েছে ১টাকার পাঠশালা। সেই পাঠশালায় রাম-রহিম,সীতারা উচ্চশিক্ষার স্বপ্ন বুনছে। জল-জঙ্গলে ঘেরা এই দ্বীপ অঞ্চলে প্রশাসনের দেখানো পথেই শিক্ষায় সূর্যোদয় ঘটাতে এগিয়ে এসেছে গৌড়দহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দর। এই সমাজমুখী চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে বড় ভরসার জায়গা হয়ে উঠেছে।
সুন্দরবনে শিক্ষার সূর্যোদয় হচ্ছে।প্রশাসন এই দ্বীপ অঞ্চলে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বাম আমলের থেকে আরও বেশি শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। ড্রপ আউটের নেতিবাচক ঘটনা এখন কমে এসেছে। এরমাঝে শিশুদের শিক্ষাদানের অঙ্গ হিসাবে এগিয়ে এলেন দক্ষিণ ২৪ পরগনার গৌড়দহ দীননাথ স্মৃতির বিদ্যামন্দির। সমস্ত মানুষের অধিকার আছে জন্মের পর থেকেই শিক্ষাদানের। সেই অধিকারকে সুনিশ্চিত করতে এই সমাজ বন্ধু সংস্থার কাজ লেখাপড়ার গণউদ্যোগকে তরান্বিত করছে। একটাকার পাঠশালায় পড়়ছেন অনেকেই। সেই পাঠশালায় রাম-রহিম,সীতারা উচ্চশিক্ষার স্বপ্ন বুনছে। জল-জঙ্গলে ঘেরা এই দ্বীপ অঞ্চলে প্রশাসনের দেখানো পথেই শিক্ষায় সূর্যোদয় ঘটাতে এগিয়ে এসেছে গৌড়দহ দীননাথ স্মৃতি মন্দির।
কারুর বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, কেউবা সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য মৎস্য শিকার করতে যাচ্ছে। তাদের কাছে শিক্ষাটা অনেকটা পিছিয়ে কারণ পেটে ভাত না থাকলে শিক্ষা কোথায় যাবে। তাদের সন্তানদের পড়াশোনার খরচ বা কে যোগাবে। এই সমস্ত চিন্তা করে শিক্ষা থেকে অনেকটা দূরে বর্তমান সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তানরা। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে এলেন এক টাকার পাঠশালা। সেখানে তারা শিক্ষার সাথে সাথেই শিক্ষা সামগ্রিক বই ,খাতা পেন্সিল, ব্যাগ যাবতীয়, যাবতীয় পাবে তা ছাড়ো ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা করার জন্য তাদের কাছ থেকে নেওয়া হবে একটি টাকা তাদের স্কুল ইউনিফর্ম থেকে তাদের প্রতিদিন টিফিনের ব্যবস্থা করবেন। তাই রামও রহিম ও সীতাদের আর শিক্ষা থেকে দূরে থাকতে হবে না। এগিয়ে এলো দীননাথ স্মৃতি বিদ্যামন্দির।