Bengla Jago Desk: বিদ্যালয়ের পোশাক পরে বিদ্যালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো ১৬ বছরের এক কিশোর। নিখোঁজের নাম অঙ্কিত ভট। ডুয়ার্সের মেটেলি ব্লকের মহাবাড়িবস্তি এলাকায় তার বাড়ি। নিখোঁজের পর চারদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা সহ আত্মীয় পরিজন ও এলাকাবাসী। হঠাৎ করে ওই কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় সমগ্র চালসা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, চালসার একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া অঙ্কিত। গত ৩১ শে অক্টোবর সকালে বিদ্যালয়ের পোশাক পরে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার নাম করে বের হয় সে। কিন্তু ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের তরফে বিদ্যালয়ে গিয়ে অঙ্কিতের খোঁজখবর করা হয়।
বিদ্যালয়ে গিয়ে পরিবারের লোকজন জানতে পারেন ওই দিন অঙ্কিত বিদ্যালয় যায়নি। এরপরই পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়। দিনভর তার কোনো খোঁজ না মেলায় পরের দিন ১লা নভেম্বর পরিবারের তরফে মেটেলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। কিন্তু চারদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওই কিশোরের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে শুক্রবার নিখোঁজ কিশোরের পরিবারের সাথে গিয়ে দেখা করেন চালসার মাটিয়ালী বাতাবারি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার ,উপপ্রধান ইগ্নিস টিগগা প্রমুখ।
নিখোঁজ কিশোরের মা সঙ্গীতা প্রধান বলেন, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও ছেলের খোঁজ পাওয়া যায়নি। কেউ ছেলেকে ফুসলিয়ে বাইরে নিয়ে যেতে পারে বলে অনুমান। চারদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ ছেলের কোন খোঁজ করতে পারেনি। দ্রুত ছেলেকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসন সহ সকলের কাছে আবেদন জানান তিনি। মেটেলি থানা সূত্রে জানা যায়, ছেলেটির খোঁজ চালানো হচ্ছে। এদিকে চারদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অমিত ভটের কোন খোঁজ না মেলায় দুশ্চিন্তায় রয়েছে পাড়া-প্রতিবেশী সহ সমগ্র পরিবার।
Free Access