Bangla Jago Desk: গত মার্চ মাসের ৩১ তারিখে এক সুপারি ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের চেষ্টা করে কিছু দুষ্কৃতী। গতকাল চার জন ধৃত ব্যক্তিকে ওই অভিযোগে চুঁচুড়া রেলস্টেশনের কাছে রেললাইনের ধার থেকে পাকড়াও করে পুলিশ। তার আগে মে মাসের ৬ তারিখে একজনকে গ্ৰেফতার করেছে পুলিশ।
আক্রান্ত ব্যক্তির নাম মৃনাল সাহা উনি চুঁচুড়া পল্লীশ্রী এলাকার মানুষ। এই ব্যক্তির পোলাবার সুগন্ধায় সুপারি তৈরির কারখানা রয়েছে। সেখান থেকে একেই তিনি গত ৩১ শে মার্চ বাড়ি বাড়ি ফিরছিলেন স্কুটি নিয়ে। অভিযোগ উঠেছে, আমর পুরের কাছে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তার পথ আটকায়, তাঁকে জোর করে বাইকে তোলার চেষ্টা করে। ধৃত ব্যক্তিরা যখন আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে নিয়ে টানাটানি করে সে সময় ওই ব্যক্তি রাস্তায় পড়ে যায় ও তার পা ভেঙে যায়। আওয়াজ শুনে যখন লোক জড়ো হতে শুরু করে তখন আক্রান্ত ব্যক্তিকে ফেলে রেখে অপহরণকরীরা পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী কে চুঁচুড়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
পোলবা থানার পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযোগ তাদেরকে খুঁজতে শুরু করে। জানা গিয়েছে অপরাধীরা চুঁচুড়া রবীন্দ্র নগরের কুখ্যাত দুষ্কৃতি টোটোন বিশ্বাসের বিরোধী বাবু পালের গোষ্ঠীর লোক একটা সময় টোটনের গ্রুপে ছিল বাবু পাল। এখন তারা একে অপরের শত্রু। বৃহস্পতিবার ওই অপরাধীদেরকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।