ad
ad

Breaking News

Mamata Banarjee

Mamata Banarjee :কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৪০জনের বেশি মানুষের মৃত্যু, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের বিধ্বংসী আগুন লাগে।অগ্নিকাণ্ডে ৪০জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

40 people died in the devastating fire in Kuwait, condolence of the Chief Minister

ছবি - সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের বিধ্বংসী আগুন লাগে।অগ্নিকাণ্ডে ৪০জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।বহুতলের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গেছে।এ বিষয়ে  আরও জানা গেছে,কুয়েতের স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ আগুন লাগে।  আগুন লাগার ঘটনার সময় ভবনটিতে বহু শ্রমিক ছিলেন।

[ আরও পড়ুন : ২৫ লক্ষ শিশু নির্যাতনের রিপোর্ট ! বাংলাদেশের এই রিপোর্ট পৌঁছেছে যুক্তরাষ্ট্রে]

আগুন লাগার পর ধোঁয়ার ঢেকে যায় কালো গোটা এলাকা। অনেককে উদ্ধার করা   হলেও কিছু মানুষের  দমবন্ধ হয়ে মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানতে পেরে গভীরভাবে মর্মাহত,সেই ঘটনায়  ইতিমধ্যেই ৪০ জনেরও বেশি মানুষের  প্রাণ গিয়েছে। শোকাহত পরিবারের প্রতি রইল  সমবেদনা।   কুয়েতে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের সুস্থতা সম্পর্কে জানতে এবং জরুরি ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য  মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি।রাজ্য প্রশাসন বিপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা চালচ্ছে বলা যায়।

 

অতীতেও ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গের মানুষদের ফিরিয়ে আনার জন্য নবান্ন সক্রিয় ভূমিকা নিয়েছিল।যাঁরা ইউক্রেন ফেরত পড়ুয়া ছিলেন তাঁদের বিকল্প পথে পড়াশোনার ব্যবস্থা হয়।বর্তমানে কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার মানুষজনের সুরাহায় রাজ্য প্রশাসন যথাসাধ্য সাহায্য করতে তত্পর হয়ে উঠেছে।এই অবস্থায় এই রাজ্যের মানুষেরা যাঁরা কুয়েতে রয়েছেন তাঁদের খোঁজখবরও নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে আভাস মিলছে।