চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: শ্যামননগর বাসুদেবপুর থানার কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লী ষষ্ঠীতলায় নাবালিকাকে বলপূর্বক মদ্যপান করিয়ে বেহুঁশ করে শ্লীলতাহানি। অভিযোগ, গত ৫ ফেব্রুয়ারি রাতে গণেশ নামের এক ব্যক্তি বিরিয়ানি খাওয়ানোর নাম করে নাবালিকাকে বাড়ির পাশে নির্জন মাঠে ডাকে। নাবালিকার মায়ের অভিযোগ, এলাকার যুবক প্রসেনজিৎ দাস ওরফে ননা ও গণেশ মালিক নামের দুজন ব্যক্তি মেয়েকে জোর করে মদ্যপান করায়।
এরপর মেয়েকে বেহুঁশ করে মাঠের পাশে একটি পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মারধোর করে। শরীরের একাধিক জায়গায় ওরা কামড় দেয়। কোনওক্রমে দৌড়ে পালাতে গিয়ে মেয়ে এলাকায় একজনের বাড়ির সামনে পড়ে। এরপর ওই ব্যক্তি মেয়েকে বাড়িতে পৌঁছে দেয়।
নাবালিকার মা আরও জানান, তিনি ১০০ নম্বরে ডায়াল করলে বাসুদেবপুর থানার পুলিশ ওই এলাকায় আসে। ঘটনার দিন রাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ ননা ও গনেশকে গ্রেফতার করে। কিন্তু পরদিন ওরা আদালত থেকে জামিন পেয়ে যায়।
তাঁর অভিযোগ, শাসকদলের মদতে ননার বাড়বাড়ন্ত চরমে। দুটো খুনের ঘটনায় অভিযুক্ত এই ননা। তাঁর দাবি, ননার ভয়ে এলাকার কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, এলাকা থেকে জানতে পেরেছি মেয়েটি ওই দুটি ছেলের সঙ্গে বসে মদ খেয়েছে।
কিন্তু মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল এবং তাঁরা আদালত থেকে জামিন পেয়েছে। প্রশাসনকে বলেছি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে। তাঁর দাবি, তিনি ননাকে চেনেন না। তবে যে ঘটনাটি ঘটেছে, তা ইচ্ছা কিংবা অনিচ্ছায় কিনা, তা বলতে পারবো না।