ad
ad

Breaking News

Manoj Pant

নিরাপত্তার জন্য ১০০কোটি টাকা বরাদ্দ : মনোজ পন্থ

মনোজ পন্থ আশ্বস্ত করে জানিয়েছেন, হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন পড়লে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদের আলাদা করে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

100 crore allocated for security: Manoj Pant

নিজস্ব চিত্র

Bangla Jago Desk : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশের কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন করলেন মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি উল্লেখ করেন, দুটো বিষয় সামনে এসেছে। প্রথমতঃ স্বাস্থ্য পরিষেবা না পেয়ে বহু মানুষ কষ্টে রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে আন্দোলনকারী চিকিত্সকদের পরিষেবা প্রদান করার জন্য আহ্বান জানান মুখ্যসচিব। একইসঙ্গে চিকিত্সক,নার্সও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তিনি আশ্বস্ত করেন। নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়েও উল্লেখ করেন মনোজ পন্থ। চিকিত্সক সমাজের নিরাপত্তার জন্য রাজ্য সরকার যে ১০০কোটি টাকা বরাদ্দ করেছে সেই বিষয়টি উঠে আসে তাঁর কথায়। সবাই যাতে নির্ভয়ে কাজ করতে পারেন, সেজন্য হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানো থেকে ওয়াশরুম, রেস্টরুম তৈরি করা হবে বলে জানান মুখ্যসচিব। রাজ্য পুলিশের ডিজি  রাজীব কুমার ও বার্তা দেন, হাসপাতালের নিরাপত্তার ব্যাপারে সমস্ত ধরনের ব্যবস্থা করা হবে। সমস্ত হাসপাতালে সেফ থাকবেন সবাই এটা পুলিশের কমিটমেন্ট। রাজীব কুমার নবান্নে বলেন, সিকিউরিটি এজেন্সির সঙ্গে বসা হবে, প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।

[ আরও পড়ুন : Daily Horoscope: আজ শুক্লা সপ্তমীতে কেরিয়ারে বড় উন্নতির সুযোগ এই ৪ রাশির ]

অন্যদিকে মনোজ পন্থ আশ্বস্ত করে জানিয়েছেন, হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন পড়লে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদের আলাদা করে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, আর জি কর কান্ডের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ” উপযুক্ত পদক্ষেপ করতে হবে, যাতে চিকিৎসকরা আত্মবিশ্বাস ফিরে পান। নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রশ্ন না থাকে।” শীর্ষ আদালতের এহেন বক্তব্যের পরেই নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব।

[ আরও পড়ুন : RG Kar case: আজ ফের স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের ]