চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: শনিবার থেকে ইস্তেহার বিলির কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। পাঁচদিন ধরে চলবে এই কর্মসূচি। তবে আওয়ামী লীগের ইস্তেহার বিলি করলে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল অপপ্রচার করছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ অনলাইনে ভুল তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”আমাদের কড়া বার্তা, যাঁরা এই সব লিফলেট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাঁদের গ্রেফতার করা হবে।” সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয় ইউনুস সরকারের তরফ থেকে।
ইউনুস সরকারের এই ঘোষণার পরে সুর চড়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, ”কে একটা প্রেস সচিব এসব কথা বলার কে? এই লোকটার হাবভাব যেন সে-ই দেশের সরকার প্রধান। আর দেশের মানুষ তাকে এখন ‘মিস্টার ডাস্টবিন’ বলে ডাকছে। তাঁর কথার কোনও গুরুত্ব নেই।” সব মিলিয়ে রাজনৈতিক বিতর্ক বেড়েই চলেছে।
ইউনুস সরকারের এই সিদ্ধান্তকে অপরিপক্ক বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এক নেতা। তিনি বলেন,”সরকারের সমালোচনা করব না সিদ্ধান্ত হওয়ায় দলীয় ভাবে কিছু বলা হচ্ছে না। কিন্তু শফিকুলের এই ঘোষণায় অকারণে হিরো করে দেওয়া হল আওয়ামী লীগকে। আরও একটি অপরিপক্ব সিদ্ধান্ত সরকারের। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। মানুষ তাদের গুরুত্বই দিচ্ছে না। এই ঘোষণার পরে ওই দলের নেতারা বলতে পারবেন, ইউনূস সরকার আমাদের কর্মসূচিতে ভয় পেয়েছে।”
আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, তবে কেন গ্রেফতার? প্রশ্ন তোলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ”এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার রাজনৈতিক স্তরে একটা আলোচনা করে নিলে ভাল হয়।”