সংগৃহীত
Bangla Jago Desk: অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে উঠছে নানান মতান্তর। কারও মতে দ্রুত নির্বাচন হলেই ভালো আবার কারও মতে সংস্কার শেষেই নির্বাচন সঠিক। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যখন নানা জনের নানা মত ঠিক সেই আবহেই মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস জানান, জনগণ আগের অবস্থায় ফিরে যেতে ইচ্ছুক নয়, বরং তারা পরিবর্তনের পথেই হাঁটবে। গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস ওই সাক্ষাৎকার দেন।
[ আরও পড়ুন: ]বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের আর্থিক সাহায্য দিলেন মেয়র
পুরোনো অবস্থায় ফিরে যেতে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তার সাথে তিনি এও জানিয়েছেন নতুন ভাবে একটি দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে। সংখ্যালঘু আহমদিয়া ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মাজারে হামলার জেরে মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে ইউনুস বলেন, যাদের জন্য সহযোদ্ধদের প্রাণ গেছে তাঁদের খুজতে হন্যে হয়ে খোঁজ চালায় জনগণেরা। আর এইকারণে তাঁরা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের ওপরে আক্রমণ চালিয়ে গেছে। তবে প্রধান উপদেষ্টা এও বলেন, সরকারের দায়িত্বে এসে শান্তি ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছি।
[ আরও পড়ুন: রোমান সাম্রাজ্যের আদলে মণ্ডপ, থিমে কলকাতাকে টেক্কা দেওয়ার চেষ্টা]
একে অপরকে আক্রমণ করার বিষয়টিকে তিনি যে মান্যতা দেন না সেই সম্পর্কেও সাফ জানান ইউনুস মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে। প্রতিশোধপরায়ণতার মানসিকতা থেকে মানুষ নিজেদের সরিয়ে সংস্কারকে প্রাধান্য দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিশোধ নেওয়ার ঘটনাটি বেশিদিন স্থায়ী ছিল না। তবে তারা বিক্ষোভ জারি রেখেছে। তবে তা প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশির ভাগ বিক্ষোভই মজুরি বাড়ানো, চাকরির দাবি নিয়ে। এদিকে হাসিনার সময়ে চাকরিহারাদের আশ্বস্ত করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন বর্তমান ইউনুস সরকার।