ad
ad

Breaking News

Bangladesh

নাফ নদী থেকে ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করল কারা ?

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন- " নাফ নদীর মোদিরখাল এলাকায় মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী

Who kidnapped 10 Bangladeshi fishermen from Naf river?

Bangla Jago Desk : এবার নাফ নদী থেকে ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করার খবর প্রকাশ্যে আসছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন- ” নাফ নদীর মোদিরখাল এলাকায় মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা অস্ত্রের মুখে বাংলাদেশি ১০ জেলেকে ধরে ওপারে (রাখাইন রাজ্যে) নিয়ে গেছে।

সেখানকার একটি চৌকিতে জেলেদের রাখা হয়েছে বলে জেনেছি। কিন্তু আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের কেন ধরে নিয়ে গেল বোধগম্য হচ্ছে না। ” উল্লেখ্য, যেই ১০ জনকৈ অপহরণ করা হয়েছে তারা হলেন- জানে আলম (৩৫), আবদুর রহিম (৪০), আনোয়ারুল ইসলাম (৩৭), সাইফুল ইসলাম (৩০), আয়ুবুল ইসলাম (৩০), মো. শাহীন (২০), আবদুর রহিম (৫২), ওসমান গণি (৩০), ওসমান (৩৫) ও আবুল হাশিম (৩৫)। তবে, এই ১০ জেলেকে ধরার খবর প্রকাশ্যে আসাতে বাকি জেলেরাও যে আতঙ্কে রয়েছেন, তা বলাবাহুল্য।