ad
ad

Breaking News

Bangladesh

নিউইয়র্কে গুলিবিদ্ধ দুই বাংলাদেশি

নিউইয়র্কের বাফেলো শহরে এবারে গুলি করে হত্যা করা হল দুই বাংলাদেশিকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুপুর ১২টা নাগাদ ওই দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

Two Bangladeshis shot in New York

Bangla Jago Desk : আবারও  গুলি চলল নিউইয়র্কে (New york) । ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের (New york) বাফেলো শহরে এবারে গুলি করে হত্যা করা হল দুই বাংলাদেশিকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুপুর ১২টা নাগাদ ওই দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে বারবার কেন ভারতীয় নাগরিকদের উপর এই রকম আক্রমন চলছে সেই নিয়ে প্রতিবাদে নেমেছে প্রবাসী ভারতীয়রা । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

অপরদিকে, নিহতদের প্রতিবেশি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, নিহত দুজন তাঁদের প্রতিবেশী। তাঁদের একজনের নাম বাবুল উদ্দিন। তাঁর বাড়ি কুমিল্লায়। আরেকজন সিলেটের ইউসুফ মিয়া। হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তবে তাদের কিসের জন্য খুন  করা  হল সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি ।  উল্লেখ্য , দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে  ছিলেন তারা । কয়েক মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন সে । ইউসুফের সঙ্গে নির্মাণকাজের সহযোগী হিসেবে কাজ করতেন বাবুল ।

তাঁর সঙ্গে ইউসুফ মিয়া ছিলেন। মর্মান্তিক এই ঘটনার পর উভয়ের দেহই পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্বাভাবিকভাবেই নিহতদের পরিবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। অপরদিকে, বিচারের দাবিতে বাংলাদেশের তরফেও এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সব মিলিয়ে, শ্যুটআউটের এই ঘটনায় যে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে নিহতদের পরিবার, তা বলাবাহুল্য। পাশাপাশি এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।