ad
ad

Breaking News

Goods Wagon

কুষ্টিয়ায় নিহত এসআই, নেপথ্যে মালগাড়ির ধাক্কা

মালগাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল বছর ৪৫-এর সাহিদুর রহমানের নামের এক পুলিশ কর্তার।

SI killed in Kushtia, rear hit by goods wagon

Bangla Jago Desk: মালগাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল বছর ৪৫-এর সাহিদুর রহমানের নামের এক পুলিশ কর্তার। ঘটনাটি কুষ্টিয়ার মিরপুরে রেলক্রশিং পার হওয়ার সময় ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সাহিদুর রহমান স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্বপালন শেষে ক্যাম্পে ফিরছিলেন। তাঁর বাড়ি নড়াইল জেলায়।

পাশাপাশি, এসআই মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মিরপুথ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ডিউটি শেষ করে সাহিদুর রহমান পুলিশ সদস্য শরীফুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে করে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাঁর কর্মস্থল মাজিহাট ক্যাম্পে ফিরছিলেন। পথে কাটদহচর রেলক্রসিং পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

যদিও প্রশ্ন উঠছে, গেটম্যান ছাড়া একটি রেলগেট রয়েছে এবং সেদিকে রেলমন্ত্রক কেন কোনও নজর দিচ্ছেনা। স্বাভাবিকভাবেই, পুলিশ আধিকারিকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।