ad
ad

Breaking News

Muhammad Yunus

ইস্তফা দিচ্ছেন না মহম্মদ ইউনুস, জানালেন ফয়েজ আহমেদ ত্যৈয়ব

যাবতীয় জল্পনায় অবসান করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী  ফয়েজ আহমেদ ত্যৈয়ব জানান, ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য তাঁর প্রয়োজন আছে।

Muhammad Yunus is not resigning, says Faiz Ahmed Tyeb

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে জল্পনা শুরু হয়েছে, ইউনুসের পরিবর্তে কে বসবে প্রধান উপদেষ্টা পদে। চর্চা শুরু হয় চারিদিকে। যাবতীয় জল্পনায় অবসান করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী  ফয়েজ আহমেদ ত্যৈয়ব জানান, ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য তাঁর প্রয়োজন আছে।

ফেসবুক পোস্ট করে সহকারী  ফয়েজ আহমেদ ত্যৈয়ব জানালেন, মহম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। বৃহস্পতিবার তিনি নিজেই উপদেষ্টার বৈঠকে ছিলেন। পরে নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করতে চান। তিনি লিখেছেন, “অধ্যাপক ড. মহম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।”

রাজনৈতিক অনাস্থা নিয়ে তিনি লেখেন, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। রাজনৈতিক দলগুলির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে।

গত ৫ অগস্ট, গণআন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মহম্মদ ইউনুস। হাসিনা তারপর চলে আসেন ভারতে। তার ঠিক ৩ দিন পর অর্থাৎ ৮ ই অগস্ট মহম্মদ ইউনুসের নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশের অন্তবর্তী সরকার। তারপর থেকে এখনও অবধি কোনও নির্বাচন হয়নি বালাদেশে। বাংলাদেশে একাধিক বার সেনাপ্রধানের তরফে দাবি করা হয়, নির্বাচনের জন্য। তবে ইউনুসের সিদ্ধান্তে এখনও জল্পনা রয়েছে, কোনো শিলমোহর পড়েনি। বিশেষজ্ঞদের একাংশের মতে, সরকারি কাজে অসহযোগিতা নিয়ে বিরক্ত ইউনুস তাই তিনি দায়িত্ব ছাড়তে চাইছেন।