ad
ad

Breaking News

Dr. Mohammad Yunus

দুর্গাপুজো উপলক্ষে ভিডিও বার্তায় সকলকে শুভেচ্ছা জানালেন মহম্মদ ইউনূস 

দুর্গাপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

muhammad-yunus-durga-puja-message-unit

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আজ মহাসপ্তমী। ৮-৮০ প্রত্যেকেই মেতে উঠেছে দুর্গাপুজোয়। এপার বাংলার মতো ওপার বাংলাতেও সবাই দুর্গাপুজোয় মেতে উঠেছে। দুর্গাপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।(Dr. Mohammad Yunus)

আরও পড়ুনঃ পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার এবার হরিয়ানা থেকে

তিনি (Dr. Mohammad Yunus) বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতির ও ঐক্যের প্রতীক। একটি ভিডিও বার্তায় মহম্মদ ইউনূস তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশপূজা দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য, সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধনসম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব আর গণেশের সাফল্য এবং দশভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সব অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে এই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার। নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারব না।” 

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

তিনি আরও বলেন, “দুর্গাপূজা উপলক্ষে গত বছরের মতো এ বছরেও সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে। সঙ্গে দুই দিন সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় আমি আশা করছি।  দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়। নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সরকার রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে। সবাই মিলে চেষ্টা করছে যেন একটা নিখুঁত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী র‌্যাফ নামানো হয়েছে। মহম্মদ ইউনূস বলেন, উৎসবের দিনও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন, দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” (Dr. Mohammad Yunus)