চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে আজও থমথমে পরিবেশ। আগেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালায় বাড়িটিতে। এবার সেই বাড়ির ইট, রড এবং অন্যান্য সামগ্রী খুলে নিয়ে যেতে দেখা যায় অনেককে। রবিবার সকাল থেকেই এই ছবি নজরে পড়ছে।
মূলত নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের ভিড় লক্ষ্য করা যায় মুজিবের বাড়িতে। কেউ হাতুড়ি দিয়ে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙছেন, কেউ আবার লোহার রড কেটে নিচ্ছেন। কেউ কেউ বাড়ি থেকে ইট খুলে নিয়ে যাচ্ছে। এইসব সামগ্রী বয়ে নিয়ে যাওয়ার জন্য রিকশাও আনা হয়েছে। এমনকি বাড়ির সামনে বসেছে নানা ধরণের খাবারের দোকান। দোকানদাররা বলছেন, গত চারদিন ধরে অনেক মানুষ সেখানে ঘুরতে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই আছে।
প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের বঙ্গবভনে লুটপাট চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। হাসিনার পোশাক থেকে শুরু করে, হাঁস বাদ যায়নি কিছুই। সেই স্মৃতি আবারও উস্কে দিল এই ছবি। বঙ্গবন্ধুর বাড়ি থেকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে ইট, রড।
উল্লেখ্য, বুধবার থেকে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চলছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা। রেহাই পাচ্ছেন না প্রাক্তন সাংসদ-মন্ত্রীরাও। এমনকি হাসিনাকে সমর্থন করায় গ্রেফতার হতে হয়েছে বাংলাদেশের কলাকুশলীদের।