ad
ad

Breaking News

Nahid Islam

Nahid Islam: ‘বিচার আগে, তারপর নির্বাচন’-জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে নাহিদের স্পষ্ট বার্তা

বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করছে।

july-uprising-anniversary-nahid-islam-election-justice-demand

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস কর্মসূচীর উদ্ধোধন করেন। অন্তবর্তী সরকারের তরফ থেকে জানান হয়, জুলাই গণ-অভ্যুথ্থানের বর্ষপূর্তি এক মাস ধরে পালন করা হবে। মাঝে বিরতি দিয়ে ৫ অগস্ট পর্যন্ত অনুষ্ঠান চলবে। এই বর্ষপূর্তির নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’।(Nahid Islam)

[আরও পড়ুনঃ Katwa:কাটোয়ার বিস্ফোরণে টার্গেট খোদ তৃণমূল বিধায়ক? চাঞ্চল্যকর দাবি হেভিওয়েট নেতার]

বিএনপির তরফ থেকে একাধিক কর্মসূচী ৫ অগস্ট পর্যন্ত পালন করা হবে। শুধু বিএনপি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও কর্মসূচী নেওয়া হয়েছে। শনিবার সকালে বগুড়ার পর্যটন মোটেলের সভাকক্ষে ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তর ও দক্ষিণেরর দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। সাক্ষাৎ করে নাহিদ ইসলাম বলেন, এই ছাত্র জনতার অভ্যুথ্থানে গুলি ও হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনও নির্বাচন হবে না। এক কালীন শেখ হাসিনার সরকারকে তোপ দেগে বলেন নাহিদ , শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ যেসব ছেলেমেয়েদের গুলি করে মেরেছে, তাদের বিচারের জন্য লড়তে হবে। আরও বলেন, আগে হবে বিচার , তারপর হবে নির্বাচন।(Nahid Islam)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

তিনি বলেন, শহীদ এবং আহতদের পরিবারের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু বর্তমান সরকারের জন্য একথা প্রযোজ্য নয়, বর্তমান সরকার তো বটেই পাশাপাশি, ভবিষ্যতের যেকোনো সরকারের জন্যই বাধ্যবাধকতা।” উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এনসিপি দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে।(Nahid Islam)