ad
ad

Breaking News

Dr. Mohammad Yunus

Dr. Mohammad Yunus: ‘স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে’ দেশবাসীকে বার্তা ইউনূসের

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, প্রতিবছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে।

july-uprising-anniversary-dr-mohammad-yunus-bangladesh-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। অন্তবর্তী সরকারের পক্ষ থেকে জানান হয়েছিল, জুলাই গণ-অভ্যুথ্থানের বর্ষপূর্তি এক মাস ধরে পালন করা হবে।(Dr. Mohammad Yunus)

মাঝে বিরতি দিয়ে ৫ অগস্ট পর্যন্ত অনুষ্ঠান চলবে। নাম দেওয়া হয়েছিল, ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’। অনুষ্ঠান উপলক্ষে জুলাই ক্যালেন্ডার। জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির করা হবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মহম্মদ ইউনূস বলেন, যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র, জনতারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন সেই লক্ষ্যকে সামনে রেখেই জুলাই -অগস্ট মাস জুড়ে দিনটি পালন করা হবে। ইউনূস বলেন, প্রতিবছর করা হবে এই অনুষ্ঠান। যাতে স্বৈরাচাররা মাথাচাড়া দিতে না পারে।(Dr. Mohammad Yunus)

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ইতিহাসের এক গৌরবময় দিন। ঠিক এক বছর আগে শিক্ষর্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান রচনা করে। স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার কথা বলেন মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থান কর্মসূচি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘স্বৈরাচারেরপাতা খোলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।’ (Dr. Mohammad Yunus)

শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠানসহ ড্রোন শো’র আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, প্রতিবছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। সংস্কৃতির উপদেষ্টার পক্ষ থেকে জানান হয়, তাদের কর্মসূচীর মূল উদ্দেশ্য, জুলাইয়ে যেরকম বাংলাদেশ এক হয়েছিল, সে অনুভূতিকে ফিরিয়ে আনতে হবে।