ad
ad

Breaking News

Amy Pope

পাঁচদিনের বাংলাদেশ সফরে আইওএম ডিরেক্টর জেনারেল অ্যামি পোপ

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, আইওএম ডিরেক্টর জেনারেল ৫-৯ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

IOM Director General Amy Pope on a five-day visit to Bangladesh

Bangla Jago Desk : বাংলাদেশের ঢাকায় আসছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ডিরেক্টর জেনারেল অ্যামি পোপ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, আইওএম ডিরেক্টর জেনারেল ৫-৯ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। অ্যামি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে তার সফরের কর্মসূচি শুরু করবেন। জানা গেছে, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা বাংলাদেশে আসবেন।

কূটনৈতিক মহল সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝিতে ঢাকা সফরে আসতে পারেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক  নাতালিয়া কানেম। এছাড়া এ মাসের শেষের দিকে ঢাকায় আসার কথা রয়েছে আন্তর্জাতিক মেরিটাইম অরগানাইজেশনের সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিঙ্গুয়েজের। ঢাকা সফরকালে আইওএম এর ডিরেক্টর জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। হাছান মাহমুদ বর্তমানে জাম্বিয়া সফরে রয়েছেন। সফর শেষে দেশে ফিরলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এছাড়া আইওএম ডিরেক্টর জেনারেল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গেও বৈঠক করবেন।২০২৩ সালের ১ অক্টোবর আইওএম ডিরেক্টর জেনারেল পদে দায়িত্ব পান অ্যামি পোপ। সংস্থাটির ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী ডিরেক্টর জেনারেল হন তিনি। অ্যামি আইওএমে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক  উপদেষ্টা ছিলেন। এর আগে তি‌নি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তৎকালীন ডিরেক্টর জেনারেল উইলিয়াম ল্যাসি সুইং বাংলাদেশ সফর করেছিলেন।