ad
ad

Breaking News

BNP

অন্তবর্তী সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে মনোনিবেশ করা : বিএনপি

বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে।

Interim government should focus on national elections: BNP

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। রবিবার বিএনপি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারকে বলেছে, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য চলতি বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে ফখরুলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ব্রাজিলের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভূমিধস, মৃত অন্তত ১০]

বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে দলের সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ”বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে নির্বাচন- কবে হবে, সে বিষয়ে আমাদের মতামত এবং আলোচনা করা সংস্কারের বিষয়ে আমাদের অবস্থান।”

তিনি আরও বলেন, ”অন্তবর্তীকালীন সরকারের উচিত অন্য বিকল্প বিবেচনা না করে সরাসরি জাতীয় নির্বাচন আয়োজনের দিকে মনোনিবেশ করা, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করা। একটি দেশ একটি অগণতান্ত্রিক ব্যবস্থার অধীনে দীর্ঘকাল কাজ করতে পারে না কারণ এই জাতীয় সরকারের রাজনৈতিক ক্ষমতা, জনগণের সাথে সংযোগ এবং একটি কার্যকর সংঘবদ্ধকরণ প্রক্রিয়ার অভাব রয়েছে।”

বিএনপি নেতা আরও বলেন, ”অগণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ তাদের মতামত দিতে বা প্রতিক্রিয়া জানাতেও অক্ষম। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য জোর দিচ্ছি।” তিনি বলেন, “আমরা দেশের অর্থনীতি নিয়েও আলোচনা করেছি, কারণ ইইউ বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।”

[আরও পড়ুন: বিষাক্ত স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে]

উল্লেখ্য, বিএনপি-র চাপে পড়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ২০২৫-এর শেষ কিংবা ২০২৬-এর শুরুর দিকে নির্বাচনের কথা। এমনকি বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দল অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন।