ad
ad

Breaking News

Bangladesh

Bangladesh: বাংলাদেশের উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, কাজ করার আগ্রহ প্রকাশ 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক সারলেন বুধবার

Indian High Commissioner's meeting with Bangladesh adviser, expressed interest to work

সংগৃহীত

Bangla Jago Desk: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বুধবারের দিন বৈঠক সারলেন। এই বৈঠকে দুজনের মধ্যে ইতিবাচক কথাবার্তা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান ফাওজুল ।

[আরও পড়ুন: Teachers’ Day: শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে ছাত্রের কপালে জুটলো পিটুনি, ভাইরাল ভিডিয়ো]

ওই বৈঠকে ফাওজুল বলেন, ‘বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত বর্তমান সরকার একদম আলাদা। যারা নিজের প্রাণ টুকু দিতেও পিছু পা হয়নি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই গুরুদায়িত্ব নিয়েছি।’ বর্তমান সরকার প্রসঙ্গে বলতে গিয়ে উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণ করেই কড়া হাতে হাল ধরছেন। বিতর্কিত আইনগুলো স্থগিত করেছেন।

বিইআরসির গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানোর ব্যবস্থা করেছেন। সচিবদের তাঁদের আওতাধীন কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠনের মতো উদ্যোগ নিতেও দেখা গিয়েছে। বিচারপতির সমন্বয়ে কমিটি গঠন করে আগে যেসব চুক্তি হয়েছিল তা পর্যালোচনা থেকে শুরু করে কোথাও কোনও দুর্নীতি হয়েছে কিনা সেই দিকেও নজর দেন। তিনি  ইতিমধ্যেই ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং পদ্মার রেললাইন ও ব্রিজ প্রকল্প পরিদর্শন করেছেন।

[আরও পড়ুন: Karam Puja: করম পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি নবান্নের]

এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার বাংলাদেশের সরকারের হাতে হাত মিলিয়ে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী। এর সাথে সাথে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেলসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্বের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক চলমান প্রকল্পগুলোতে কর্মরত ভারতীয়দের নিরাপত্তার দিকটি নজর দেওয়ার অনুরোধ জানান। দ্রুত প্রকল্পের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।