চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: গত মে মাসে বাংলাদেশে তৈরি রেডিমেড পোশাকের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারতের বাণিজ্যমন্ত্রক। এবার বাংলাদেশ থেকে আরও এক পণ্য ভারতে স্থলপথে প্রবেশের পথ আটকাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। (Bangladesh)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের কোনও পাট বা শণের তৈরি পণ্য স্থলপথে ভারতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে নবসেবা সমুদ্রবন্দর দিয়ে এই ধরনের পণ্য প্রবেশের অনুমতি পাওয়া যাবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো । বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত।(Bangladesh)
[আরও পড়ুনঃ Cyclone Alert: উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি]
ভারতের স্থলবন্দর দিয়ে পাট ও শণের পণ্য নেপাল-ভুটান দিয়ে ঢুকবে বাংলাদেশে। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে প্লাস্টিক পণ্য, সুতো, সুতোর উপজাত এবং আসবাবপত্রও রপ্তানি করা যাবে না। গত মে মাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রেডিমেড পোশাক, খাবার, ফল, তুলো, সুতির পোশাক স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা হবে না।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
তিন মাসে তিন দফায় বাংলাদেশের পণ্যে বিধিনিষেধ চাপালো ভারত। এর আগে ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির অনুমতি বাতিল করে দিল্লি। এরপর ১৭ মে দ্বিতীয় দফায় পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতো, নরম পানীয় সহ বিভিন্ন পণ্যে স্থলপথের আমদানিতে বিধিনিষেধ জারি করা হয়। এরপর, ভারতে পাট ও পাটজাত পণ্য রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেল।