Bangla Jago Desk: একসময় হাসিনার পদত্যাগের দাবিতে ঝড় উঠেছিল বাংলাদেশে। এমনকি দেশত্যাগ করতে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। প্রাণ হাতে নিয়ে চলে এসেছেন ভারতে। রয়েছেন দিল্লিতে। তবে হাসিনার দেশত্যাগের পরেও শান্ত হয়নি পরিস্থিতি। একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ছবিও উঠে এসেছে। শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয় বঙ্গ ভবন থেকে। সম্প্রতি বইমেলাতেও দেখা যায় হাসিনার ছবি দিয়ে মোড়ানো ডাস্টবিন।
View this post on Instagram
তবে এবার ভিন্ন ছবি ধরা পড়ল বাংলাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে বেশ কিছু ভিডিয়ো। যেখানে দেখা যায়। দেওয়ালে পোস্টার সাঁটানো হচ্ছে। হাসিনার ছবি রয়েছে পোস্টারে। লেখা রয়েছে ”আগেই ভাল ছিলাম, শেখ হাসিনাতেই আস্থা।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯ টায় লাইভে আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। যা সম্প্রচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। মঙ্গলবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সমাজমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন হাসিনা। ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য মাঠে নেমেছে আওয়ামী লীগের সদস্যরা।