ad
ad

Breaking News

Sheikh Hasina

Sheikh Hasina: আমি জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমি জানি বারবার আঘাত আসবে। আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছেন, একদিন নিয়েও যাবেন।

I know there will be repeated injuries, I don't care: Bangladesh Prime Minister Sheikh Hasina

সংগৃহীত

Bangla Jago Desk: বৃহস্পতিবার ঢাকার কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগের তরফ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ আলোচনা-দোয়া মাহফিল অনুষ্ঠান। সেখানে ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি দেশবাসীকে সজাগ থাকতে এবং তাদের সহযোগিতা চাই। আমি জানি বারবার আঘাত আসবে। আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছেন, একদিন নিয়েও যাবেন। কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাবো।’

[আরও পড়ুন: Bangladesh: ওপার বাংলার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ, জারি হল বিজ্ঞপ্তি ]

তিনি বলেন, আবারো আন্ডারগ্রাউন্ডে গিয়ে ওরা সব কিছু ধ্বংস করার চেষ্টা করবে, ওরা তো জঙ্গিবাদী। সে কারণে সবাইকে একত্র হয়ে এই জঙ্গি সংগঠনের সাথে মোকাবিলা করে মানুষকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এ মাটিতে কোন জঙ্গির ঠাঁই নেই। তিনি বলেন, ‘১ আগস্ট বৃহস্পতিবার রক্তদান কর্মসূচির মাধ্যম আমরা শোকের মাস শুরু করেছি। সমস্ত সংগঠনের নেতা-নেত্রীদের এ শোকের মাসে শুধু শোক পালন‌ই নয় তার সাথে মানুষের জন্য কাজ করতে হবে, আর মানুষের পাশেও দাঁড়াতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা এ জাতির জন্য কাজ করে গেছেন। কাফনের কাপড় ছাড়া কিছুই তিনি নিয়ে যাননি, শুধু দিয়েই গেছেন। তার সেই আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে।’

[আরও পড়ুন: Kolkata Matro : অরেঞ্জ লাইনে এবার দিনে ৭৪টি ট্রেন, পরিষেবার সময়সীমাও বাড়ছে ]

কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উম্মুল কুলসুম স্মৃতির সঞ্চালনায় কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী সহ এখানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ। ১৫ আগস্টের শহীদ ও সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া এবং মোনাজাত করা হয় এই অনুষ্ঠানে। তার পরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।