ad
ad

Breaking News

Bangladesh

সোমবার চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে।

Hearing on Chinmoy Krishna's bail plea to be held on Monday

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সোমবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি। আগেও জামিনের আবেদন বারংবার খারিজ হয়ে যায়। চট্টগাম আদালতে বিভিন্ন অজুহাতে খারিজ করে দেওয়া হয় আবেদন। মাসের পর মাস বিনা বিচারে জেল বন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ। বাংলাদেশ হাইকোর্টে ২০ জানুয়ারি জামিনের শুনানি হতে পারে। সিরিয়াল নম্বর ৩১৭-এ চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানির আবেদন গৃহীত হয়েছে আদালতে, এমনটাই খবর সূত্রের।

কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, ”আশা করা হচ্ছে, চট্টগ্রাম নগর দায়রা আদালতে যে জামিনের শুনানি হয়নি তা হাইকোর্টে হতে পারে। ৩১৭ নম্বরে চিন্ময়কৃষ্ণের মামলা লিস্টেড হয়েছে। আশা করছি হাইকোর্ট ওঁকে জামিন দেবেন। নিম্ন আদালতে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরই ওঁর আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন।”

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে। দেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উড়িয়েছেন চিন্ময়, এমনই অভিযোগ করেছেন বাংলাদেশ পুলিশ প্রশাসন।

পাশাপাশি উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগও রয়েছে সন্ন্যাসীর বিরুদ্ধে। তবে চিন্ময়কৃষ্ণের আইনজীবীরা সেই অভিযোগ নস্যাৎ করে বলেন, চিন্ময়কৃষ্ণ সবসময় দেশকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি এধরণের কাজের সঙ্গে যুক্ত নন। চট্টগ্রাম আদালতে তা সত্ত্বেও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয় আইনজীবীরা। সোমবার অর্থাৎ ২০ জানুয়ারি এই মমমলার পরবর্তী শুনানি রয়েছে।